এসএসসি / সমমান -২০২১ ও এইচএসসি / সমমান -২০২০ ক্যাটাগরিতে “ প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষাবৃত্তি ” এর দরখাস্ত আহবান
প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মধ্যে যারা ২০২১ সালে এসএসসি / সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ / সমমান অথবা ডিপ্লোমা ( ১ ম সেমিস্টার / বর্ষে ) এবং ২০২০ সালে এইচএসসি / সমমান ক্যাটাগরিরতে বিশ্ববিদ্যালয় / মেডিকেল ( ১ ম সেমিস্টার / বর্ষে ) এ অধ্যায়নরত মেধাবী শিক্ষার্থীদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে ।
![]() |
| ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড শিক্ষাবৃত্তি (Wage Earners Welfare Board Scholarship) |
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড শিক্ষাবৃত্তি (Wage Earners Welfare Board Scholarship)
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড শিক্ষাবৃত্তিতে যে সকল প্রবাসী কর্মীর সন্তানগণ শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবে
- বিএমইটি’র বহির্গমন ছাড়পত্র / ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশীপ গ্রহণ করেছেন ;
- মৃত প্রবাসী কর্মীর ক্ষেত্রে মৃতের পরিবার এ বোর্ড হতে আর্থিক অনুদান পেয়েছেন বা পাবেন ।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড শিক্ষাবৃত্তিতে আবেদন করার যোগ্যতা:
ক. এসএসসি বা সমমান শিক্ষার্থীদের জন্য
বিজ্ঞান বিভাগ শিক্ষার্থীদের জন্য - প্রবাসী কর্মরত কর্মী সন্তানের জন্য - ৫.০০ এবং মৃত প্রবাসী কর্মীর সন্তানের ক্ষেত্রে ৪.০০ লাগবে।মানবিক ও বানিজ্য বিভাগ শিক্ষাথীদের জন্য - প্রবাসী কর্মরত কর্মী সন্তানের জন্য - ৪.৭৫ এবং মৃত প্রবাসী কর্মীর সন্তানের ক্ষেত্রে ৪.০০ লাগবে।
খ. এইচএসসি বা সমমান শিক্ষার্থীদের জন্য
বিজ্ঞান বিভাগ শিক্ষার্থীদের জন্য - প্রবাসী কর্মরত কর্মী সন্তানের জন্য - ৪.৮০ এবং মৃত প্রবাসী কর্মীর সন্তানের ক্ষেত্রে ৪.০০ লাগবে।মানবিক ও বানিজ্য বিভাগ শিক্ষাথীদের জন্য - প্রবাসী কর্মরত কর্মী সন্তানের জন্য - ৪.৫০ এবং মৃত প্রবাসী কর্মীর সন্তানের ক্ষেত্রে ৪.০০ লাগবে।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড শিক্ষাবৃত্তিতে আবেদনপত্রের সঙ্গে নিম্নোক্ত কাগজপত্র দাখিল করতে হবে
ক ) পিতা / মাতা প্রবাসী কর্মী হওয়ার স্বপক্ষে প্রমাণক হিসাবে আনুষাঙ্গিক কাগজপত্রাদি , যেমন- পাসপোর্ট , ডিসা এবং বিএমইটি’র বহির্গমন ছাড়পত্র / ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স সম্বলিত পাসপোর্টের কপি / স্মার্টকার্ড অথবা বিদেশস্থ বাংলাদেশ মিশনের মাধ্যমে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশীপ
খ ) শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ০২ ( দুই ) কপি সত্যায়িত ছবি
গ ) প্রতিষ্ঠান প্রধান কর্তৃক এসএসসি / সমমান পরীক্ষার মূল নম্বর পত্রের ( মার্কশীট ) সত্যায়িত ফটোকপি ( কারিগরি শিক্ষার্থীর জন্য প্রযোজ্য )
ঘ ) মৃত প্রবাসী কর্মীর সন্তানদের ক্ষেত্রে বিদেশস্থ বাংলাদেশ মিশন কর্তৃক ইস্যুকৃত NOC ( দূতাবাস সনদ ) এর ফটোকপি ।
ক ) এসএসসি / সমমান ক্যাটাগরিতে বৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের একাদশ ও দ্বাদশ শ্রেণি পর্যন্ত ০২ ( দুই ) বছর ও ডিপ্লোমা শ্রেণিতে অধ্যায়নরতদের ০৪ ( চার ) বছর মাসিক ২,০০০ / – ( দুই হাজার ) টাকা ও এইচএসসি / সমমান ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয় ( ১ ম সেমিস্টার / বর্ষে ) ৪ বছর ও মেডিকেলের জন্য ৫ বছর মাসিক ২,৫০০ / – টাকা হারে বৃত্তি প্রদান করা হবে । এক্ষেত্রে শিক্ষার্থীর সেশনজট বিবেচনায় আনা হবে না ;
খ ) এসএসসি / সমমান বা এইচএসসি / সমমান ক্যাটাগরিতে বৃত্তির সাথে বাৎসরিক এককালীন বই ও শিক্ষা উপকরণসহ অন্যান্য আনুষাঙ্গিক খরচ বাবদ যথাক্রমে ৩,৫০০ / – ( তিন হাজার পাঁচশত ) ও ৪,০০০ / – ( চার হাজার ) টাকা প্রদান করা হবে ।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড শিক্ষাবৃত্তিতে বৃত্তির পরিমাণ :
ক ) এসএসসি / সমমান ক্যাটাগরিতে বৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের একাদশ ও দ্বাদশ শ্রেণি পর্যন্ত ০২ ( দুই ) বছর ও ডিপ্লোমা শ্রেণিতে অধ্যায়নরতদের ০৪ ( চার ) বছর মাসিক ২,০০০ / – ( দুই হাজার ) টাকা ও এইচএসসি / সমমান ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয় ( ১ ম সেমিস্টার / বর্ষে ) ৪ বছর ও মেডিকেলের জন্য ৫ বছর মাসিক ২,৫০০ / – টাকা হারে বৃত্তি প্রদান করা হবে । এক্ষেত্রে শিক্ষার্থীর সেশনজট বিবেচনায় আনা হবে না ;
খ ) এসএসসি / সমমান বা এইচএসসি / সমমান ক্যাটাগরিতে বৃত্তির সাথে বাৎসরিক এককালীন বই ও শিক্ষা উপকরণসহ অন্যান্য আনুষাঙ্গিক খরচ বাবদ যথাক্রমে ৩,৫০০ / – ( তিন হাজার পাঁচশত ) ও ৪,০০০ / – ( চার হাজার ) টাকা প্রদান করা হবে ।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড শিক্ষাবৃত্তিতে আবেদনের যেভাবে আবেদন করবেন :
ক ) সকল শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে । অনলাইনে আবেদনের লিংক : http://stipen.wewb.gov.bd/stipend
খ ) শুধুমাত্র এসএসসি / সমমান ক্যাটাগরিতে ডিপ্লোমা ( কারিগরি শিক্ষাবোর্ড ) এর শিক্ষার্থী সরাসরি / ডাকযোগে আবেদন করবে । ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইট www.wewb.gov.bd হতে বিনামূল্যে আবেদন ফরম সংগ্রহ করে সরাসরি আবেদন করতে পারবে ।
আবেদনের সাথে পূর্বে উল্লিখিত কাগজপত্রাদি দাখিল করতে হবে ।
গ ) অনলাইনে / সরাসরি আবেদনকারীর আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ আগামী ৩১ মে ২০২২ তারিখের মধ্যে দাখিল করতে হবে । সরাসরি / ডাকযোগে আবেদনের ক্ষেত্রে আবেদন পরিচালক ( আইআরপি ) , ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড , ৯ ম তলা , প্রবাসী কল্যাণ ভবন , ৭১-৭২ পুরাতন এলিফ্যান্ট রোড , ইস্কাটন গার্ডেন , রমনা ঢাকা -১০০০ বরাবর পৌঁছাতে হবে । উক্ত তারিখের পর প্রাপ্ত কোন আবেদন গ্রহণ করা হবে না :
ঘ ) শিক্ষার্থীর মোবাইল নম্বর এবং তার মাতা / পিতার মোবাইল নম্বর অবশ্যই আবেদনপত্রে উল্লেখ করতে হবে ।
শুধুমাত্র এসএসসি / সমমান ক্যাটাগরিতে ডিপ্লোমা ( কারিগরি বোর্ড ) এর শিক্ষার্থী সরাসসি / ডাকযোগে আবেদন করবে । অন্যান্য ক্যাটাগরির শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করবে ।
অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে এবং বৃত্তি প্রদান সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে ।
যে কোন তথ্যের জন্য ২৪/৭ “ প্রবাসবন্ধু কলসেন্টার ” এর নম্বরসমূহে : ০১৭৮৪৩৩৩৩৩৩ , ০১৭৯৪৩৩৩৩৩৩ , ০৮০০০১০২০৩০ ( টোল ফ্রি ) , ০৯৬১০১০২০৩০ ( বিদেশ থেকে ) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো ।


.png)