Type Here to Get Search Results !

জাপানিজ সরকারি শিক্ষাবৃত্তি ২০২৩ । Japanese Government (MEXT) Scholarship for 2023

Japanese Government (MEXT) Scholarship for 2023 । জাপানিজ সরকারি শিক্ষাবৃত্তি ২০২৩

Japanese Government (MEXT) Scholarship for 2023 । জাপানিজ সরকারি শিক্ষাবৃত্তি ২০২৩

Japanese Government (MEXT) Scholarship for 2023 । জাপানিজ সরকারি শিক্ষাবৃত্তি ২০২৩

জাপানিজ সরকারি শিক্ষাবৃত্তিটি বাংলাদেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অফিসিয়ালভাবে ওয়েসাইট www.shed.gov.bd এ প্রকাশিত হয়েছে। জাপানিজ সরকারি শিক্ষাবৃত্তি ২০২৩ এ অনলাইনে আবেদনের শেষ তারিখ ২৮/০৪/২০২২ তারিখ থেকে ১৬/০৫/২০২২ তারিখ এবং হার্ড কপি পাঠানোর শেষ সময় ১৭/০৫/২০২২ তারিখ।


    Japanese Government (MEXT) Scholarship for 2023- জাপানি সরকারি শিক্ষাবৃত্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ এর সংক্ষিপ্ত বিরবন

    Japanese Government (MEXT) Scholarship for 2023- জাপানি সরকারি শিক্ষাবৃত্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ এর সংক্ষিপ্ত বিরবন নিচে দেওয়া হল । যা থেকে আপনারা জাপানি সরকারি শিক্ষাবৃত্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ মূল ধারণা কম সময়ে পেতে পারেন।

    প্রতিষ্ঠানের নাম (Name of the Organization): মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ
    বৃত্তির ধরণ : শিক্ষাকালীন।
    শিক্ষাবৃত্তির পরিমান : বিজ্ঞতিতে উল্লেখ নেই।
    আবেদনের মাধ্যম : বৃত্তির জন্য অনলাইন আবেদন করতে হবে।
    শিক্ষাগত যোগ্যতা : নূন্যতম এইচএসসি/ সমমান পাশ।
    শিক্ষাবৃত্তি প্রকাশের অফিসিয়াল ওয়েবসাইট : www.shed.gov.bd
    লিঙ্গ: পুরুষ-নারী সবাই আবেদন করতে পারবে 
    আবেদনের সময়সীমা : ২৮/০৪/২০২২ তারিখ থেকে ১৬/০৫/২০২২ তারিখ এবং হার্ড কপি পাঠানোর শেষ সময় ১৭/০৫/২০২২ তারিখ।

    বিষয়: Japanese Government (MEXT) Scholarship for 2023.

    জাপান সরকারের MEXT (Ministry of Education, Culture, Sports, Science and Technology) Scholarship 2022-95 51801 Research (Master's & Ph.D.), Undergraduate, College of Technology Specialized Training College cartefica অধ্যয়নের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে আবেদন আহবান করা যাচ্ছে। উল্লেখ্য, Research (Master's & Ph.D.) পর্যায়ে ৪০ জন, Undergraduate পর্যায়ে ২৫ জন, College of Technology পর্যায়ে ১৫ জন এবং Specialized Training College পর্যায়ে ০৫ জন-কে প্রাথমিকভাবে বাছাই করা হবে। যাঁরা পরবর্তীতে জাপান দূতাবাস কর্তৃক অনুষ্ঠেয় লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। 


    Japanese Government (MEXT) Scholarship for 2023 উল্লেখযােগ্য শর্তাবলি: 

    Research (Master's & PhD.) Programme:

    • Age: Must have been born on or after April 2, 1988;
    • Academic Background: (স্নাতক/মাস্টার্স পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে); 

    Undergraduate Programme:

    • Age: Must have been born on or after April 2, 1998 (উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে);

     College of Technology Programme:

    • Age: Must have been born between on or after April 2, 1998 (উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে);

    Specialized Training College Programme:

    • Age: Must have been born between on or after April 2, 1998 (06 tufar পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে)।


    Japanese Government (MEXT) Scholarship আবেদনপত্র দাখিলের নিয়মাবলি: 

     ৩.০ প্রাথমিক পর্যায়:

     ৩.১. আবেদনকারীকে শিক্ষা মন্ত্রণালয়ের নিম্নোক্ত অনলাইন লিংক এ আহুত তথ্যাবলি দাখিল করতে হবে । তথ্যছক পূরণের গাইডলাইন (পৃষ্ঠা-১) দেয়া আছে। অনলাইন লিংক http://202.72.235.210/scholarship/mext/ 

    ৩.২ . শিক্ষা মন্ত্রণালয়ের Online লিংকটি ২৮ এপ্রিল ২০২২ থেকে ১৬ মে ২০২২ বিকাল ০৫ টা পর্যন্ত খােলা থাকবে।

    ৩.৩ .আবেদনকারীকে উক্ত অনলাইন লিংকে তথ্য (পৃষ্ঠা ০২) দাখিল করার পর উক্ত পুরণকৃত ফর্ম, সার্টিফিকেট। মার্কশিট, পাসপাের্ট। ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, পুলিশ ক্লিয়ারান্স সনদ, IELTS/TOEFL এর সার্টিফিকেটের কপি এবং সংশ্লিষ্ট সকল ডকুমেন্ট এর সত্যায়িত ফটোকপি শিক্ষা মন্ত্রণালয়ে নিম্নোক্ত ঠিকানায় জমা দিতে হবে: 

    ঠিকানা: বাংলাদেশ সচিবালয়, ঢাকা-এর ২নং গেইট-সংলগ্ন অভ্যর্থনা কক্ষের ৯নং কাউন্টারে রক্ষিত নির্ধারিত বাক্সে জমা দিতে হবে। উল্লেখ্য, উল্লিখিত স্থান ব্যতীত অন্য কোথাও আবেদন জমা দেয়া হলে তা বিবেচিত হবে না। 

    সময়: হার্ডকপি আবেদনপত্র দাখিলের সময়সীমা ২৯ এপ্রিল ২০২২ থেকে ১৭ মে ২০২২ পর্যন্ত প্রতিদিন সকাল ৯.০০ টা থেকে বিকাল ৪.৩০ টা পর্যন্ত। 


    ৩.৪. খামের উপর অবশ্যই প্রাপক, প্রেরক, ID/ Tracking No. ও প্রােগ্রামের নাম উল্লেখ করতে হবে। প্রাপক : উপসচিব (বৃত্তি), শিক্ষা মন্ত্রণালয়, কক্ষ নং : ১৭০৬, ভবন নং : ৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। 

    ৩.৫. প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে English Language Proficiency অথবা Japanese Language Proficiency- এর ওপর বিশেষ গুরুত্ব দেয়া হবে। 

    ৩,৬ প্রার্থীদের প্রাথমিক বাছাই চুড়ান্তকরণের ক্ষমতা এ কমিটি সংরক্ষণ করে।

    ৩.৭ বিশেষভাবে উল্লেখ্য, কোনাে প্রার্থী একাধিক প্রােগ্রামে আবেদন করলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ আন্ডারগ্রাজুয়েট/ মাস্টার্স/ ডক্টরাল যে কোনাে একটি প্রােগ্রামের জন্য আবেদন করা যাবে। এ ছাড়া, পূরণকৃত তথ্যছক ও ক্যাটাগরি অনুযায়ী প্রযােজ্য সাটিফিকেট/মার্কশিট ও অন্যান্য যাবতীয় ডকুমেন্টের হার্ডকপি মন্ত্রণালয়ে জমা না দেওয়া হলে কোনো আবেদন বিবেচনা করা হবে না। 


    ৪.০ দ্বিতীয় পর্যায় : 

    ৪.১ প্রাথমিক পর্যায়ে আবেদন প্রাপ্তির পর যাচাই করে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিকভাবে প্রার্থী
    মনােনয়ন করা হবে। 

    ৪.২ প্রাথমিকভাবে মনােনীত প্রার্থীদের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে ।

    ৪.৩. প্রাথমিক মনােনয়নের পরে মনােনীত প্রার্থীদের জাপান দূতাবাস কর্তৃক লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করে চুড়ান্ত মনােনয়ন প্রদান করা হবে। 

    ৪.৪ জাপান দূতাবাস কর্তৃক চূড়ান্ত মনােনয়নের পর MEXT এর নির্ধারিত ফরমে আবেদন করার নির্দেশনা দেয়া হবে।

    আবেদন করার সময় পুলিশ ক্লিয়ারান্স সনদ জমা দেওয়া সম্ভব না হলে উক্ত সনদের জন্য করা আবেদনের অনুলিপি জমা দিতে হবে এবং জাপান দূতাবাস কর্তৃক চূড়ান্ত পরীক্ষা গ্রহণের সময় অন্যান্য সকল সনদের। মূল কপির সঙ্গে পুলিশ ক্লিয়ারান্স এর মূল কপি উপস্থাপন করতে হবে। 

    উল্লেখ্য, বাছাইকৃত আবেদনকারীদের জাপান দূতাবাস কর্তৃক লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় মূলত ইংরেজি ভাষার দক্ষতা যাচাই করা হয়ে থাকে।

    Japanese Government (MEXT) Scholarship । জাপানিজ সরকারি শিক্ষাবৃত্তি ২০২৩ Online আবেদন ফর্ম পূরনের নিয়ম


    1. আবেদনকারীকে অবশ্যই online এ আবেদন করতে হবে। 
    2. প্রার্থীকে Program Name এর Drop down List থেকে আবশ্যিকভাবে পছন্দ নির্বাচন করতে হবে। পছন্দের বিষয় (Preferred Subject) এর নাম লিখতে হবে এবং প্রয়ােজনীয় তথ্য input দিয়ে submit button এ Click করতে হবে।
    3. Online ফরম এ submit button এ Click করার পর আবেদনটি সফল হলে প্রার্থীর ID ও Password সংশ্লিষ্ট পেইজে প্রদর্শিত হবে।
    4. প্রার্থীকে Language Certificate সঠিক ভাবে লিখতে হবে। এক্ষেত্রে Score এ শুধুমাত্র Number ইনপুট দিতে হবে কোনভাবেই কোন Text ইনপুট দেয়া যাবে না। 
    5. প্রার্থীকে Total work experience সঠিক ভাবে লিখতে হবে। এক্ষেত্রে শুধুমাত্র Number ইনপুট দিতে হবে কোনভাবেই কোন Text ইনপুট দেয়া যাবে না। 
    6. প্রার্থীকে Number of Publications সঠিক ভাবে লিখতে হবে। এক্ষেত্রে শুধুমাত্র Number ইনপুট দিতে হবে কোনভাবেই কোন Text ইনপুট দেয়া যাবে না। 
    7. প্রার্থীকে % of mark সঠিক ভাবে লিখতে হবে। এক্ষেত্রে online আবেদন এর নিচে লাল কালিতে উদাহরণ অনুসরণ করা যেতে পারে। 
    8. Welcome page এর Menu থেকে Application Login এ Click করে Tracking Number এবং password প্রদান করে আবেদন পত্রটি Edit Application ও Print Preview এর মাধ্যমে প্রয়ােজনীয় Edit ও Print করা যাবে। 
    9. আবেদন পত্রটি Print করে Print কপি সহ চাহিত সকল Hard copy documents বিজ্ঞপ্তিতে প্রদত্ত ঠিকানায় জমা দিতে হবে।
    10. online ফরম পূরণ কোন সমস্যা সম্পকিত ‍scholar.banbies@gmail.com এর মাধ্যমে যোগাযোগ করা যাবে।

    Japanese Government (MEXT) Scholarship for 2023 । জাপানিজ সরকারি শিক্ষাবৃত্তি ২০২৩ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

    Post a Comment

    0 Comments
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.