Type Here to Get Search Results !

সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ । pbs.sunamganj.gov.bd and reb.gov.bd

সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ । pbs.sunamganj.gov.bd and  reb.gov.bd

সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২(Sunamganj Palli Bidyut Samiti Recruitment Circular 2022) pbs.sunamganj.gov.bd and  reb.gov.bd ওয়েবসাইট এ প্রকাশিত হয়। সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি মোট ৩ টি ক্যাটেগরিতে মোট ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি অনুসারে আগ্রহী প্রাথীদের pbs.sunamganj.gov.bd and  reb.gov.bd হতে আবেদন ফলম ডাউনলোড করে  ২৩/০৬/২০২২খ্রিঃ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে জেনারেল ম্যানেজার, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, ওয়েজখালী, সুনামগঞ্জ বরাবর সরাসরি/ডাকযােগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে।


    সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ । pbs.sunamganj.gov.bd and  reb.gov.bd 


    সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ । pbs.sunamganj.gov.bd and  reb.gov.bd নিচে দেওয়া হল:

    চাকরি দাতা প্রতিষ্ঠান: সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি
    আবেদন করার ওয়েবসাইট : pbs.sunamganj.gov.bd and  reb.gov.bd
    আবেদনের শেষ তারিখ: ২৩/০৬/২০২২ তারিখ
    ক্যাটেগরি: ৩টি
    মোট শূণ্যপদের সংখ্যা: ১৫ টি
    আবেদন ফ্রি: ১০০ টাকা


    ০১. পদের নাম: ডাটা এন্টি অপারেটর 
    শূণ্যপদের সংখ্যা: ৬টি (মহিলাদের জন্য)
    বেতন স্কেল: ১৮,৩০০ হতে ৪৬,২৪০ /- টাকা
    যোগ্যতা ও অভিজ্ঞতা:
    ক)এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ন্যূনতম ২.৫০ (৫.০০ এর মধ্যে) অথবা সমমান পাশ থাকতে হবে। 
    খ) ওয়ার্ড প্রসেসিং এ পর্যন্ত কোন থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। 
    গ) বাংলা প্রতি মিনিটে ন্যূনতম ২০ (বিশ) শব্দ ও ইংরেজী প্রতি মিনিটে ন্যূনতম ৩০ (ত্রিশ) শন্স কম্পিউটারে টাইপ করতে সক্ষম হতে হবে। 
    ঘ) বাংলা ও ইংরেজী ব্যাকরণ বানান, বিরাম চিহ্ন ব্যবহার সহ বাক্য গঠনে ও দাপ্তরিক চিঠিপত্র এবং তথ্যাদি T রিপাের্ট ইত্যাদি নথিভুক্ত করণে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।
    ঙ) সম্পাদিত কার্যাদি সুবিন্যস্ত ও পরিষ্কারভাবে উপস্থাপনের দক্ষত্ম থাকতে হবে। 
    চ) যথাযথভাবে ফাইলিং, উপস্থাপন, তথ্য সংগ্রহ ও সংরক্ষণের পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।



    ০২. পদের নাম: সহকারী ক্যাশিয়ার 
    শূণ্যপদের সংখ্যা: ৪টি (মহিলাদের জন্য)
    বেতন স্কেল: ১৮,৩০০ হতে ৪৬,২৪০ /- টাকা
    যোগ্যতা ও অভিজ্ঞতা:
    ক) গণিতে পারদর্শী সহ, এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ন্যূনতম ৩.০০ (৫.০০ এর মধ্যে) অথবা সমমান পাশ থাকতে হবে। 
    খ) কম্পিউটার এবং অফিস পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা প্রতি মিনিটে মুনতম ১০ (দশ) শব্দ ইংরেজী প্রতি মিনিটে ন্যনতম ৩০ (ত্রিশ) শব্দ কম্পিউটারে টাইপ করতে সক্ষম হতে হবে। 
    গ) সহকারী ক্যাশিয়ার পদে চুড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে যােগদানের সময় ২০,০০০/- (বিশ হাজার) টাকা আমানত হিসাবে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে জমা প্রদান করতে হবে। যা সন্তোষজনক চাকুরী সমাপনান্তে ব্যাংক রেইটে প্রাপ্য সুদসহ ফেরত প্রদান করা হবে। 
    ঘ) প্রার্থীর পারিবারিক আর্থিক স্বচ্ছলতা সরেজমিনে পরিদর্শন পূর্বক যাচাই করা হবে। 
    ঙ) প্রার্থীর গ্রাহকের সাথে স্বতঃস্ফুর্ত আচরণ করার ক্ষমতা থাকতে হবে।


    ০৩. পদের নাম: ড্রাইভার (পুরুষ)
    শূণ্যপদের সংখ্যা: ০৫টি
    বেতন স্কেল: ১৬,৬০০/- হতে ৪১,৯৫০ টাকা
    যোগ্যতা ও অভিজ্ঞতা:
    ক) সাবলীলভাবে বাংলা লিখতে ও পড়তে সক্ষম হতে হবে। বিভিন্ন নির্দেশিকা, নির্দেশনা ও চিহ্ন পড়তে ও বুঝতে সক্ষম হতে হবে। এছাড়াও বিভিন্ন রিপাের্ট ও সিডিউল পুরণে সক্ষম হতে হবে। গাড়ীর সকল নির্দেশনাবলী। ইংরেজীতে থাকায় ইংরেজী অক্ষর ও নাম্বারিং পড়তে সক্ষম হতে হবে। 
    খ) প্রার্থীর BRTA কর্তৃক প্রদত্ত গাড়ী চালানাের ন্যূনতম হালকা যান চালানাের ড্রাইভিং লাইসেন্স (স্মার্ট কার্ড) থাকতে হবে। 
    গ) যে কোন সরকারী/আধা-সরকারী/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান অথবা বৃহৎ শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানে গাড়ী চালনা ও রক্ষনাবেক্ষণ সম্পর্কে ন্যূনতম ০৫ বছরের অভিজ্ঞতা সনদ (ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর) জমা প্রদান করতে হবে।
    ঘ) বিগত ০৩ বছরের মধ্যে বড় ধরণের কোন দুর্ঘটনা ঘটেনি মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র সহ | ভাল ড্রাইঙ্গি এর বাস্তব অভিজ্ঞস সনদ জমা প্রদান করতে হবে। 
    ঙ) কর্তৃপক্ষ কর্তৃক লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। (লিখিত পরীক্ষা হবে ছােট ধরনের T ইঞ্জিন রিপিয়ারিং, টিউন-আপ, সাধারণ রক্ষনাবেক্ষশ বজান সম্পর্কে। 
    চ) প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন ও সুঠাম দেহের অধিকারীসহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।



    বয়সসীমাঃ ডাটা এন্ট্রি অপারেটর ও সহকারী ক্যাশিয়ার এর ক্ষেত্রেপ্রার্থীর বয়স ২৩/০৬/২০২২খ্রিঃ তারিখে ন্যূনতম ১৮ হতে অনুর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযােদ্ধা শহীদ মুক্তিযােদ্ধার সস্তান/সন্তানের সন্তান এর ক্ষেত্রে শিথিলযোগ্য। এক্ষেত্রে চুড়ান্তভাবে মনোনীত সুপারিশকৃত প্রার্থীকে প্রমাণস্বরূপ মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারী নির্দেশ যথাযথ পালন করতে হবে। সেক্ষেত্রে যথাযথ সনদ (সরকারী নির্দেশনা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক) এর অনুলিপি ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এবং প্রার্থীর সহিত মুক্তিযােদ্ধার সম্পর্ক উল্লেখপূর্বক ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা অথবা ইউনিয়ন পরিষদ/পৌরসভা মেয়র/সিটি কর্পোরেশন/জেলা মুক্তিযােদ্ধা কমান্ডার এর প্রত্যয়নপত্রের মূলকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। বয়সের প্রমাণ হিসেবে এসএসসি অথবা সমমান সনদ বিবেচিত হবে (কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়)। 

    বয়স সীমাঃ ড্রাইভার এর ক্ষেত্রেপ্রার্থীর বয়স ২৩/০৬/২০২২খ্রিঃ তারিখে বয়সসীমা ন্যূনতম ১৮ এবং অনুর্ধ্ব ৪৫ বছর। 


    সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এ আবেদন করার নিয়ম:

    আবেদনকারীগণকে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট pbs.sunamganj.gov.bd অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বাের্ডের ওয়েবসাইট reb.gov.bd হতে A-4 সাইজের আবেদন ফরম কাগজে (ফরম নং-পমাসপ-১১০-০০২, ভার্সন-০১) ডাউনলােড পূর্বক নিজ হাতে পুরণ করতে হবে। 

    সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি আবেদন প্রেরণ এর ঠিকানা:

    আগামী ২৩/০৬/২০২২খ্রিঃ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে জেনারেল ম্যানেজার, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, ওয়েজখালী, সুনামগঞ্জ বরাবর সরাসরি/ডাকযােগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। সাদা কাগজে বা সরাসরি টাইপকৃত কোন আবেদনপত্র এবং উল্লেখিত তারিখের পর প্রাপ্ত কোন আবেদনপত্র গ্রহণযােগ্য বিবেচিত হবে না। 


    সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ শতাবলী

    • প্রার্থীকে অবশ্যই দ্র ও প্রফুল্ল চিত্তে জন সাধারণের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে। নির্বাচিত প্রার্থীকে প্রার্থমিক অবস্থায় এক বছরের জন্য অনুপ্রবেশনে নিয়োগ করা হবে।
    • অনুপ্রবেশনে থাকাকালীন অর্পিত দায়িত্ব ও কর্তব্যসমূহ যথাযথভাবে সম্পাদন, বাৎসরিক কর্মমূল্যায়ন এবং পুলিশ ভেরিফিকেশন রিপাের্ট সন্তোষজনক বিবেচিত হলে এবং পল্লী বিদ্যুতায়ন বাের্ড কর্তৃক আয়ােজিত নির্ধারিত প্রশিক্ষণে উত্তীর্ণ (পবিস নির্দেশিকা-৩০০-১৪, ৩০০-১৭, ৩০০-২৪ এবং ৩০০-৫১) শর্ত প্রতিপালন সাপেক্ষে চাকুরীতে নিয়মিতকরণসহ মূল বেতন ও অন্যান্য ভাতাদি প্রদান করা হবে।
    • বর্ণিত সকল পদে নিয়ােগ লাভে আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা (যদি থাকে) সনদপত্রের সত্যায়িত অনুলিপি, জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, সাম্প্রতিক তােলা ০৩ (তিন) কপি পাসপাের্ট সাইজের রঙ্গিন ছবি, ০১ (এক) কপি ছুরি আবেদন ফরমের নির্ধারিত স্থানে, ০১ (এক) কপি ছবি প্রবেশপত্রের নির্ধারিত স্থানে ভাল মানের আইকা/আঠা দিয়ে শক্ত করে লাগিয়ে ছবির উপর ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হবে এবং ০১ (এক) কপি ছবি ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে স্ট্যাপলার পিন দ্বারা আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা মেয়র/সিটি কর্পোরেশনের মেয়রের নিকট হতে নাগরিকত্ব সনদ ও ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র (১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার নাম সম্বিলিত সীল দ্বারা সকল কাগজ ও ছবি সত্যায়িত হতে হবে) এবং সুনামগঞ্জ পল্লী
    • বিদ্যুৎ সমিতির অনুকূলে যে কোন তফসীল ব্যাংক হতে ১০০/= (একশত) টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট অথবা ক্রসড পােষ্টাল অর্ডার আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। 
    • অন্য কোন সংস্থা হতে অপসারিত/বরখাস্থকৃত এবং পল্লী বিদ্যুৎ সমিতি হতে অপসারিত বরখাস্তকৃত ও স্বেচ্ছায় পদত্যাগকারী প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। 
    • প্রতারণামূলক ভাবে স্থায়ী ঠিকানা ভুল দিলে অথবা কেউ তথ্য গােপন করে নিয়ােগপ্রাপ্ত হলে এবং পরবর্তীতে তা প্রমাণিত হলে তার বিরুদ্ধে কোন প্রকার তদন্তু ব্যতিরেকেই তাৎক্ষনিকভাবে বরখস্থিকরণসহ দেশের প্রচলিত আইনানুযায়ী ব্যবস্থা হণ করা হবে। 
    • অত্র পবিস-এ কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের কিংবা বাের্ড পরিচালকদের দ্বামী/স্ত্রীর রক্ত সম্পৰ্কীয় কেউ আবেদন করতে পারবে না। 
    • বিজেপ্তি প্রকাশের পর হতে নিয়ােগের পূর্ব মুহুর্ত পর্যন্তু কোন পদে নিয়ােগ বদলী/পদোন্নতির মাধ্যমে কোন জেলা কোটা পূর্ণ হলে সে জেলার প্রার্থীগণের আবেদন বিবেচনা করা হবে না, | মেধা তালিকাভুক্ত হলেও জেলা কোটা না থাকলে প্যানেল হতে নিয়ােগ বিবেচনা করা হবে না। 
    • প্রার্থীকে বাংলাদেশের যে কোন পল্লী বিদ্যুৎ সমিতিতে এবং সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর সহ যে কোন জোনালসাব-জোনাল অফিসে চাকুরী করতে সম্মত থাকতে হবে। 
    • মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই শিক্ষাগত যােগ্যতা ও অন্যান্য সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে। 
    • অসম্পূর্ণ এবং ভুল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। নিয়ােগ সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে। 
    •  নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। 
    • সরকারী, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকুরীতে নিয়ােজিত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। 
    • থামের উপর অবশ্যই বড় অক্ষরে পদের নাম ও নিজ জেলার নাম উল্লেখ করতে হবে। 
    • যে কোন পদের জন্য তদবির প্রার্থীর অযোগ্যতা হিসাবে গন্য করা হবে। 
    • নিয়ােগ সংক্রান্তু যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিন্ধাই চুড়ান্তু বলে গন্য হবে।

    Post a Comment

    0 Comments
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.