পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি 2022 । Palli Sanchay Bank Recruitment Circular 2022 । https://www.erecruitment.bb.org.bd/ প্রকাশিত ১৮/৫/২০২২ তারিখে বাংলাদেশ ব্যাংকের নিয়ােগ সংক্রান্ত ওয়েবসাইট প্রকাশিত হয়। পল্লী সঞ্চয় ব্যাংক (Palli Sanchay Bank) তিনটি পদের বিপরীতে মোট ১২৬ জন প্রাথী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রথীদের কে ১২/০৬/২০২২ এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
![]() |
| পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি 2022। Palli Sanchay Bank Recruitment Circular 2022 । https://www.erecruitment.bb.org.bd/ |
পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি 2022। Palli Sanchay Bank Recruitment Circular 2022 । https://www.erecruitment.bb.org.bd/
পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি 2022। Palli Sanchay Bank Recruitment Circular 2022 । https://www.erecruitment.bb.org.bd/ সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হল:
চাকরি দাতা প্রতিষ্ঠান: পল্লী সঞ্চয় ব্যাংক (Palli Sanchay Bank)
ক্যাটেগরি: ৩ টি
মোট শূন্যপদের সংখ্যা: ১২৬ টি
বেতন স্কেল: ৪৩,০০০ হতে ৬৯,৮৫০ টাকা এবং ৩৫,৫০০ হতে ৬৭,০১০ টাকা
আবেদনের শেষ তারিখ: ১২/০৬/২০২২
আবেদনের মাধ্যম: অনলাইন
আবেদনের ওয়েবসাইট: https://www.erecruitment.bb.org.bd/
বেতন স্কেল: ৪৩,০০০ হতে ৬৯,৮৫০ টাকা ও সুযোগ সুবিধা
শূণ্যপদের সংখ্যা: ২৪টি
শিক্ষাগত, পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রী অথবা ৪(চার) বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রী থাকতে হবে। বাের্ড ও বিশ্ববিদ্যালয়ের যে কোন দুইটি পরীক্ষায় প্রথম বিভাগ বা শ্রেণি অথবা প্রথম বিভাগ বা শ্রেণির সমমানের সিজিপিএ থাকবে হবে। গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ২.৭৫ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ৩.২৫ থাকবে হবে ।
(খ) শিক্ষাজীবনে কোন পরীক্ষায় ৩য় বিভাগ বা শ্রেণী অথবা ৩য় বিভাগ বা শ্রেণীর সমমানের সিজিপিএ গ্রহণযােগ্য হবে না।
(গ) কোন তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে প্রিন্সিপাল অফিসার বা সমমান ও প্রকৃতির কোন পদে অন্যূন ৩(তিন) বছরের চাকুরীসহ সর্বমােট ৮(আট) বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকবে হবে।
০২. পদের নাম: সিস্টেম এনালিস্ট
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে কম্পিউটার সায়েন্স বা এ্যাপলাইড ফিজিক্স এন্ড ইলেকট্রোনিক্স বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রী অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রোনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রী। বাের্ড ও | বিশ্ববিদ্যালয়ের যে কোন দুইটি পরীক্ষায় প্রথম বিভাগ বা শ্রেণি অথবা প্রথম বিভাগ বা শ্রেণির সমমানের সিজিপিএ থাকবে হবে। গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ৩.০০ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ৩.৫০ থাকবে হবে । বেতন স্কেল: ৪৩,০০০ হতে ৬৯,৮৫০ টাকা ও সুযোগ সুবিধা
শূণ্যপদের সংখ্যা: ১টি
শিক্ষাগত, পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:(খ) শিক্ষাজীবনে কোন পরীক্ষায় ৩য় বিভাগ বা শ্রেণী অথবা ৩য় বিভাগ বা শ্রেণীর সমমানের সিজিপিএ গ্রহণযােগ্য হবে না।
(গ) কোনাে স্বীকৃত প্রতিষ্ঠানে সহকারি সিস্টেম এনালিস্ট বা প্রােগ্রামার | হিসাবে অন্যূন ৫(পাঁচ) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
০৩. পদের নাম: পিন্সিপাল অফিসার
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে স্নাতকোত্তর বা। সমমানের ডিগ্রী অথবা ৪(চার) বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রী থাকতে হবে। বাের্ড ও বিশ্ববিদ্যালয়ের যে কোন দুইটি পরীক্ষায় প্রথম | বিভাগ বা শ্রেণি অথবা প্রথম বিভাগ বা শ্রেণির সমমানের সিজিপিএ থাকবে হবে। গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ন্যুনতম সিজিপিএ ২.৭৫ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ৩.২৫ থাকবে হবে । বেতন স্কেল: ৩৫,৫০০ হতে ৬৭,০১০ টাকা ও সুযোগ সুবিধা
শূণ্যপদের সংখ্যা: ১০১টি
শিক্ষাগত, পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:(খ) শিক্ষাজীবনে কোন পরীক্ষায় ৩য় বিভাগ বা শ্রেণী অথবা ৩য় বিভাগ বা শ্রেণীর সমমানের সিজিপিএ গ্রহণযােগ্য হবে না।
(গ) কোন তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার বা সমমান ও প্রকৃতির কোন পদে অন্যূন ৫(পাঁচ) বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ । Palli Sanchay Bank Job Circular 2022 এ আবেদন কারীর বয়স:
পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ আবেদন কারীর বয়স (০১/০৫/২০২২ তারিখে) সকল প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর।পল্লী সঞ্চয় ব্যাংক । Palli Sanchay Bank এ আবেদন করার সময়
পল্লী সঞ্চয় ব্যাংক । Palli Sanchay Bank Verify Payment এবং Tracking Page সংগ্রহের শেষ তারিখ:
পল্লী সঞ্চয় ব্যাংক । Palli Sanchay Bank আবেদন ফ্রি কত?
পল্লী সঞ্চয় ব্যাংক । Palli Sanchay Bank আবেদন করার নিয়ম:
৬। আবেদন পদ্ধতি ক, Online Registration: কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়ােগ সংক্রান্ত ওয়েবসাইট এ নির্ধারিত ছক পূরণের মাধ্যমে Online এ নিবন্ধনকরতঃ আবেদন করতে হবে। আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটেই পাওয়া
যাবে। আবেদন করার জন্য পল্লী সঞ্চয় ব্যাংক । Palli Sanchay Bank এই লিংঙ্ক এ ক্লিক করুন
পল্লী সঞ্চয় ব্যাংক । Palli Sanchay Bank ফ্যি পেমেন্ট করার নিয়ম:
আবেদন ফি'র Payment পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে https://erecruitment. bb.org.bd /onlineapp/rocketpreepay.pdf ওয়েবসাইটটি ভিজিট করতে হবে।
প্রত্যেক পদের জন্য পৃথকভাবে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর মােবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘রকেট” এর Prepaid Payment পদ্ধতি ব্যবহার করে ফি প্রদান করতে হবে।
Prepaid Payment পদ্ধতি:
রকেট অ্যাপস বা ম্যানুয়াল উভয় ক্ষেত্রেই ফি প্রদানের জন্য Biller ID হিসেবে Bankers Selection Committee Secretariat অথবা 499 সিলেক্ট করতে হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে সংশ্লিষ্ট Job ID Number, নিজ CV ID Number এর ১ম অংশ {হাইফেনের (-) আগের অংশ}, ফি এর পরিমাণসহ প্রয়ােজনীয় তথ্য ব্যবহার করে ফি প্রদান করতে হবে। ফি প্রদান করলে প্রার্থী মােবাইলের মেসেজ অপশনে একটি Transaction ID (TxnID) নম্বর পাবেন। প্রাপ্ত TxnID নম্বরটি ব্যবহার করে প্রার্থীকে অবশ্যই পৃথকভাবে Payment Verify সম্পন্ন করতে হবে।
অন্যথায় আবেদন অসম্পূর্ণ রয়ে যাবে।
Verify Payment:
প্রার্থীগণকে ফি প্রদানের পর প্রাপ্ত TxnID বাংলাদেশ ব্যাংকের erecruitment সাইটের নির্দিষ্ট ফিল্ডে বসিয়ে Payment Verify সম্পন্ন করতে হবে। কোনাে আবেদনকারী Payment Verify সম্পন্ন না করলে পরবর্তীতে Admit card ডাউনলােড করতে পারবে না।
Tracking Page সংগ্রহঃ
Payment Verify সম্পন্ন হওয়ার পর প্রার্থীকে Tracking ID Number সম্বলিত একটি Tracking | Page প্রদান করা হবে। Tracking Page টি ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। Tracking Page সংরক্ষণ করলেই কেবল প্রার্থীর আবেদন সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। নির্ধারিত সময়ের পরে কোনাে অবস্থাতেই Tracking Page এর Duplicate Copy সরবরাহ করা হবে না।


