যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞতি ২০২২ । Jessore University of Science and Technology Job Circular 2022
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞতি ২০২২ টি ২৪/৫/২০২২ তারিখে  “দৈনিক আমাদের সময়” ওয়েবসাইট এ প্রকাশিত হয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪টি ক্যাটেগরির বিপরীতে মোট ১০ জন প্রাথী নেবে। আগ্রহীদের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  এর ওয়েবসাইট ( career.just.edu.bd ) ২৬/৬/২০২২ তারিখের মদ্যে আবেদন করতে হবে।
|  | 
| যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞতি ২০২২ । Jessore University of Science and Technology Job Circular 2022 | 
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞতি ২০২২ সংক্ষিপ্ত বিবরণ :
নিচে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞতি ২০২২ সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলচাকরিদাতা প্রতিষ্ঠানের নাম: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (Jessore University of Science and Technology)
মোট ক্যাটেগরি: ৪ টি
শূন্যপদের সংখ্যা: ১০ টি
আবেদনের সময়: ২৫/০৬/২০২২ তারিখ পযন্ত
আবেদন করার ওয়েবসাইট : http://career.just.edu.bd
আবেদন ফ্রি: ১১০০, ১০০০ ও ৯০০ টাকা।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞতি ২০২২ শূন্যপদ সমূহ:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞতি ২০২২ শূন্যপদে সমূহ নিচে দেওয়া হল:
০১. পদের নাম:   অধ্যাপক পদার্থবিজ্ঞান বিভাগ 
শূণ্যপদের সংখ্যা: ০১টি
বেতন স্কেল : ৫৬৫০০-৭৪৪০০/- (৩য় গ্রেড) 
০২. সহযােগী অধ্যাপক 
পদের নাম: পদার্থবিজ্ঞান বিভাগ
শূণ্যপদের সংখ্যা: ০২টি পদ, ০১টি স্থায়ী ও ০১টি অস্থায়ী 
(খ) পদের নাম: অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম্স বিভাগ 
শূণ্যপদের সংখ্যা: (০১টি স্থায়ী পদ), 
বেতন স্কেল: ৫০০০০-৭১২০০/- (৪র্থ গ্রেড)। 
০৩. সহকারী অধ্যাপক
পদের নাম: পদার্থবিজ্ঞান বিভাগ, 
শূন্য পদের সংখ্যা: ০২টি অস্থায়ী পদ, (০১টি অধ্যাপক পদের বিপরীতে এবং ০১টি সহযােগী অধ্যাপক পদের বিপরীতে)
বেতন স্কেল : ৩৫৫০০-৬৭০১০/- (৬ষ্ঠ গ্রেড)। 
০৪ . প্রভাষক
পদের নাম: পদার্থবিজ্ঞান বিভাগ, 
শূণ্যপদের সংখ্যা: ০৪টি অস্থায়ী পদ, (০১টি অধ্যাপক পদের বিপরীতে, ০১টি সহযােগী অধ্যাপক পদের বিপরীতে এবং ০২টি শিক্ষা ছুটির বিপরীতে), 
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/- (৯ম গ্রেড)
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞতি ২০২২ আবেদন করার নিয়ম
আবেদনকারীকে career.just.edu.bd ওয়েবসাইটে গিয়ে প্রয়ােজনীয় সকল কাগজপত্রের Scanned copy, আবেদন ফিসহ আগামী ২৫/০৬/২০২২ খ্রি. তারিখ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞতি ২০২২ এর অনলাইনে আবেদন করা ও ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলী:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞতি ২০২২ এর অনলাইনে আবেদন করা ও ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলী নিচে দেওয়া হল:
 অনলাইনে আবেদন করা ও ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলী https://career.just.edu.bd/docs/how-to-apply.pdf লিংক-এ পাওয়া যাবে। 
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটঃ www.just.edu.bd হতে যােগ্যতার বিস্তারিত বিবরণ সংগ্রহ করা যাবে। 
প্রার্থীকে আবেদনের সাথে নিমলিখিত কাগজপত্রের Scanned copy সংযুক্ত করতে হবে-
(ক) শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা (যদি থাকে), প্রশিক্ষণ সংক্রান্ত ও অন্যান্য সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র ও নম্বরপত্র 
(খ) সদ্য তােলা ৩০০*৩০০ পিক্সেল ও অনুর্ধ্ব ২০০ কিলােবাইট সাইজের ছবি 
(গ) জাতীয় পরিচয়পত্র 
(ঘ) নিজ নিজ এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌর মেয়র/ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র। 
চাকুরীতে নিয়ােজিত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। ক্রটিপূর্ণ/অসম্পূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত আবেদন (নির্ধারিত সময়ের পর) গ্রহণ করা হবে না। অনলাইনে আবেদন করার সময় ক্রমিক নং ০১ ও ০২ এর জন্য আবেদন ফি বাবদ ১১০০/- টাকা, ক্রমিক নং ০৩ এর জন্য ১০০০/টাকা এবং ক্রমিক নং ০৪ এবং জন্য ৯০০/- টাকা ইন্টারনেট| ব্যাংকিং মােবাইল ব্যাংকিং-এর মাধ্যমে পরিশােধ করতে হবে।



 
 
