Type Here to Get Search Results !

ঠাকুরগাও পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞতি ২০২২ (Thakurgaon Palli Bidyut Samiti Recruitment Circular 2022)

ঠাকুরগাও পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞতি ২০২২ প্রকাশিত হয়েছে। যারা ঠাকুরগাও পল্লী বিদ্যুৎ সমিতি চাকরি করতে চান তাদেরকে আগামী ১৮.৭.২০২২ তারিখের মধ্যে আবেদন পত্র জমা দিতে হবে।

ঠাকুরগাও পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞতি ২০২২ (Thakurgaon Palli Bidyut Samiti Recruitment Circular 2022)



    ঠাকুরগাও পল্লী বিদ্যুৎ সমিতি শূণ্য পদ, বেতন ও যোগ্যতা: 

    ঠাকুরগাও পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞতির শূণ্য পদ, বেতন ও যোগ্যতা নিচে দেওয়া হল:

    ০১. পদের নাম: সহকারী ক্যাশিয়ার
    শূণ্যপদের সংখ্যা: ৭টি
    বেতন ও ভাতা: ১৮,৩০০ হতে ৪৬,২৪০ টাকা ও অন্যান্য সুযোগ
    বয়সীমা: ১৮ হতে ৩০ বছর
    শিক্ষাগত যোগ্যতা:
    (ক) এস,এস,সিসমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৫ এর মধ্যে ৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
    (খ) প্রার্থীকে গণিতে ভাল জনসহ কম্পিউটার এবং অফিস যন্ত্রপাতি সমূহ পরিচালনায় পারদর্শী হতে হবে
    (গ) বাংলায় প্রতি মিনিটে নূন্যতম ১০ (দশ) ও ইংরেজিতে প্রতি মিনিটে নূন্যতম ৩০ (ত্রিশ) শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে।
    (ঘ) প্রার্থীকে অবশ্যই আন্তরিকভাবে জনসাধারণের সাথে কাজ কথা বলার গুনাবলী সম্পন্ন
    (ত) সহকারী ক্যাশিয়ার পদে নির্বাচিত প্রার্থীকে জামানত হিসেবে পবিসের অনুকূলে ২০,০০০(বিশ হাজার) টাকা জমা প্রদান করতে হবে। যা সন্তোষজনকভাবে চাকুরী সমাপ্তির পর সুদসহ ফেরত প্রদান হবে।
    (চ) প্রার্থীর পারিবারিক স্বচ্ছলতা সরেজমিনে পরিদর্শন পূর্বক যাচাই করা হবে।

    ০২. পদের নাম: ড্রাইভার
    শূণ্যপদের সংখ্যা: ১টি
    বেতন ও ভাতা: ১৬,৬০০ হতে ৪১,৯৫০ টাকা ও অন্যান্য সুযোগ
    বয়সীমা: ১৮ হতে ৪৫ বছর
    শিক্ষাগত যোগ্যতা:

    (ক) প্রার্থীকে সাবলীলভাবে বাংলা লেখা ও পড়াসহ ন্যূনতম ইংরেজি শব্দ ও সংখ্যা লিখতে ও পড়তে সক্ষম হইতে হবে। নির্দেশিকা, সাংকেতিক চিহ্ন বুঝা এবং সময়সূচী পড়ার পর্যন্ত সামর্থ থাকতে হবে। এবং কাপ বই পূরনে সক্ষমতা থাকতে হবে।
    (খ) প্রার্থীর বিআরটিএ হতে প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্স এর সত্যায়িত কপি আবেদনের সাথে জমা প্রদান করতে হবে।
    (গ) প্রার্থীকে যে কোন সরকারি/আধা-সরকারি গুহ শিল্প প্রতিষ্ঠান বানিজ্যিক প্রতিষ্ঠানে স্বায়ত্তশাসিত সংস্থা বা কমপক্ষে ৫ বৎসর গাড়ী চালনা ও পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। যা ড্রাইভিং লাইসেন্স ইস্যুর তারিখ হতে গগনা করা হবে। বিগত ০৩ (তিন) বছরে বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক প্রত্যয়নপত্র আবেদনের সহিত দাখিল করতে হবে।
    (ঘ) প্রার্থীকে সৎ, বিশ্বস্ত, নম্র, সুস্বাস্থ্যের ও সন্তোষজনক ব্যক্তিত্বের অধিকারী হতে হবে।
     (ঙ) বাপবিবাের্ড/পবিস কর্তৃপক্ষ লিখিত ও মৌখিক পরীক্ষায় ছােট ধরণের ইঞ্জিন রিপেয়ারিং, টিউন আপ, সাধারণ রক্ষনাবেক্ষণ জ্ঞান সম্পকে যাচাই করা হবে।।
    (চ) বাপবিবোের্ড/পবিস এর অনুমােদিত ডাক্তার কর্তৃক প্রার্থীর চোখের দৃষ্টি পরীক্ষাসহ স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ

    ঠাকুরগাও পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞতিতে আবেদন করার নিয়ম:

    উক্ত পদে আগ্রহী প্রার্থীগণ ঠাকুরগাঁও পঞ্জী বিদ্যুৎ সমিতি এর ওয়েব সাইট (www.pbs.thakurgaon.gov.bd) হাতে আবেদন ফরম (ফরম নং- পমাসপ ১১০০০২, ভাসন-০১) ডাউনলােড পূর্বক (আবেদন ফরম ফটোকপি গ্রহণযােগ্য) নিজ হাতে যথাযথভাবে পূরণ করে আগামী ১৮-০৭-২০২২ খ্রিঃ জেনারেল ম্যানেজার, ঠাকুরগাঁও পত্নী বিদ্যুৎ সমিতি, জগন্নাথপুর, ঠাকুরগাঁও এর বরাবরে জমা করতে হবে। আবেদনকারীগণকে সকল সনদের মূলকপিসহ সকল কাগজপত্র প্রদর্শন করতে হবে। সাদা কাগজে লিখিত বা টাইপকৃত কোনাে আবেদনপত্র গ্রহণযােগ্য হবে না। 

    ০২। নিয়ােগ বিজ্ঞপ্তির বিস্তারিত শর্তাবলী, ঠাকুরগাঁও পবিসের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইট এর ঠিকানা wwwww-pbs.thakurgaon.gov.bd


    ঠাকুরগাও পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞতি ২০২২



    ঠাকুরগাও পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞতি ২০২২
    ঠাকুরগাও পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞতি ২০২২


    Post a Comment

    0 Comments
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.