হিন্দুধর্ম কাকে বলে ও একজন হিন্দুর পরিচয় কি (What is Hinduism and what is the identity of a Hindu?)  -  Dr. Zakir Naik Bangla Lecture
১. একজন হিন্দুর পরিচয় (what is the identity of a Hindu)
ক. হিন্দু শব্দটির ভৌগােলিক তাৎপর্য রয়েছে। সিন্ধু নদের তীরবর্তী এলাকার অধিবাসী বা সিন্ধু নদের অববাহিকা অঞ্চল বােঝাতে এই শব্দটি ব্যবহার করা হত।
খ, ইতিহাসবিদগণ বলেন, হিমালয়ের উত্তর পশ্চিম গিরিপথ দিয়ে ভারতে প্রবেশকারী পারস্যবাসীরাই প্রথম এই শব্দটি ব্যবহার করেন। আরবরাও হিন্দু শব্দটি ব্যবহার করতেন। 
গ. এনসাইক্লোপিডিয়া অব রিলিজিওনস এন্ড এথিক্স ৬:৬৯০ অনুসারে ভারতে মুসলমান আগমনের আগে ভারতীয় সাহিত্য বা হিন্দু ধর্মগ্রন্থগুলাের কোথাও হিন্দু' শব্দটির উল্লেখ ছিল না। 
ঘ. জওহরলাল নেহরু তার ডিসকভারি অব ইন্ডিয়া বইটির ৭৪-৭৫ পৃষ্ঠায় লিখেছেন অষ্টাদশ শতকে সংস্কৃত ভাষায় হিন্দু শব্দের উল্লেখ দেখা যায়, যেখানে এই শব্দ দিয়ে একটি জনগােষ্ঠীকে বােঝানাে হয়েছে, কোন বিশেষ ধর্মের অনুসারীকে নয়। হিন্দু' শব্দটি দিয়ে কোন বিশেষ ধর্মকে বােঝনাের বিষয়টি আরাে পরে ঘটে। 
ঙ. সংক্ষেপে বলতে গেলে হিন্দু হলাে একটি ভৌগােলিক সংজ্ঞা বা শব্দ যা দিয়ে সিন্ধু নদের তীরে বসবাসকারী মানুষদের তথা ভারতবর্ষে বসবাসকারী মানুষদের বােঝানাে হত।
২. হিন্দুধর্মের সংজ্ঞা বা হিন্দুধর্ম কাকে বলে (What is Hinduism)
ক. হিন্দু শব্দটি থেকে হিন্দুধর্ম শব্দটির উৎপত্তি ঘটেছে। নিউ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ২০:৫৮১ অনুসারে উনিশ শতকে ইংরেজি ভাষায় হিন্দু শব্দটি ব্যবহার দেখা যায়, যা দিয়ে ইংরেজরা সিন্ধু অববাহিকা অঞ্চলের মানুষের বিভিন্ন ধর্ম বিশ্বাসকে বােঝাততা। ১৮৩০ সালে ইংরেজ লেখকরা মুসলমান ও খ্রিস্টান ছাড়া ভারতবর্ষের সকল ধর্মবিশ্বাসের মানুষকে বােঝাতে হিন্দুধর্ম বা হিন্দুত্ববাদ শব্দটি ব্যবহার করে। 
খ. হিন্দু পণ্ডিতদের মতে, হিন্দুধর্ম বা হিন্দুত্ববাদ মূলত নামের ভুল প্রয়ােগ। - তাদের মতে, হিন্দুধর্ম'-কে বলা উচিত সনাতন ধর্ম যার অর্থ চিরন্তন ধর্ম, অথবা বৈদিক ধর্ম যার অর্থ বেদের ধর্ম। স্বামী বিবেকানন্দের মতে, এই ধর্মের অনুসারীদের ‘বেদানুসারী’ বলে পরিচয় দেওয়া উচিত।


 
 
