সত্য ধর্ম চেনার উপায় গুলো কি কি? - Dr Zakir Naik Bangla Lecture
সত্য ধর্ম চেনার উপায় গুলো কি কি? (What are the ways to know the true religion?)
কোনাে ধর্মকে সঠিকভাবে বােঝার জন্য করণীয় তা নিচে উল্লেখ করা হল
ক. ধর্মানুসারীদের নয়, বরং সেই ধর্মের মূল উৎস দেখুন
হিন্দুধর্ম, খ্রিস্টধর্ম ও ইসলামসহ বড় বড় ধর্মের অনুসারীরা বিভক্ত হয়ে নিজেদেরকে নানা উপগােষ্ঠীতে ভাগ করে ফেলেছে। সেজন্য কোনাে ধর্মকে বুঝতে হলে সেই ধর্মের অনুসারীদের পর্যবেক্ষণ করে সিদ্ধান্তে আসার চেষ্টা করা উপযুক্ত পদ্ধতি নয়। অধিকাংশ ধর্মানুসারীরা নিজেরাই নিজ নিজ ধর্মের সঠিক শিক্ষা কি তা হয়ত জানেন না। সেজন্য কোনাে ধর্ম বােঝার সর্বোত্তম ও সবচেয়ে উপযুক্ত পদ্ধতি হল সেই ধর্মের মূল উৎস অর্থাৎ আসমানি বা পবিত্র গ্রন্থমালা থেকে জানা ও বােঝা।
খ. ইসলামের মূল উৎস
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা পবিত্র কুরআনের ৩ নম্বর সূরা আল ইমরানের ১০৩ নম্বর আয়াতে বলেছেন :
وتصموا بحبل الله جميعا ولا تفقوا.
“তােমরা সকলে আল্লাহর রজু দৃঢ়ভাবে ধর এবং পরস্পর বিচ্ছিন্ন হয়াে না”।
وتصموا بحبل الله جميعا ولا تفقوا.
“তােমরা সকলে আল্লাহর রজু দৃঢ়ভাবে ধর এবং পরস্পর বিচ্ছিন্ন হয়াে না”।
এখানে আল্লাহর রজু বলতে পবিত্র কুরআনকে বােঝানাে হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেছেন, মুসলমানদের বিভক্ত হওয়া উচিত নয় এবং তাদের মধ্যে ঐক্য সৃষ্টিকারী একমাত্র উপাদান হলাে ইসলামের মূল উৎস অর্থাৎ পবিত্র কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা পবিত্র কুরআনের ৪ নম্বর সূরা নিসার ৫৯ নম্বর আয়াতসহ কুরআনের বিন্নি জায়গায় বলেছেন :
يأيها الذين امنوا اطیعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم.
“হে মুমিনগণ! আল্লাহর আনুগত্য কর এবং রাসূলের আনুগত্য কর এবং আনুগত্য কর তাদের যারা তােমাদের মধ্যে দায়িত্বশীল।”
يأيها الذين امنوا اطیعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم.
“হে মুমিনগণ! আল্লাহর আনুগত্য কর এবং রাসূলের আনুগত্য কর এবং আনুগত্য কর তাদের যারা তােমাদের মধ্যে দায়িত্বশীল।”
কুরআনকে ভালােভাবে বুঝতে হলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম (তার প্রতি শান্তি বর্ষিত হােক), (যাকে পরবর্তীতে সংক্ষেপে সা. লেখা হবে) কুরআনের যে ব্যাখ্যা দিয়েছেন সেটা দেখতে হবে। কারণ আল্লাহ তার ওপর কুরআন অবতীর্ণ করেছে। তাই ইসলামকে বােঝার সবচেয়ে উপযুক্ত পন্থা হলাে ইসলামের মূল উৎসগুলাে অর্থাৎ পবিত্র কুরআন (সর্বশক্তিমান আল্লাহর বাণী) এবং সহীহ হাদীস (মহানবী হযরত মুহাম্মদের (সা.) কথা ও জীবনাচরণ) বােঝ।
গ. হিন্দুধর্মের মূল উংস
একইভাবে, হিন্দুধর্ম বাের সবচেয়ে ভালাে ও উপযুক্ত পন্থা হলাে হিন্দুধর্মের মূল উৎসগুলােকে অর্থাৎ হিন্দুধর্মের পবিত্র গ্রন্থগুলাে বােঝ। হিন্দুধর্মের সবচেয়ে পবিত্র ও মৌলিক উৎসগুলাে হলাে বেদ, উপনিষদ, ইতিহাস, ভগবদগীতা, পুরাণ, ইত্যাদি।
আসুন আমরা বিশ্বের এই প্রধান দুটি ধর্মের মৌলিক গ্রন্থগুলাে অধ্যয়ন ও | বিশ্লেষণ করার মাধ্যমে বিশ্বের প্রধান এ দু'টি ধর্মকে জানি। ঘ. এমন মিল ও সাদৃশ্যের ওপর জোর দেয়া যা সাধারণ লােকে জানেনা ইসলাম ও হিন্দুধর্মের মধ্যে মিল ও সাদৃশ্য নামক বইটিতে আমরা এমন সব অদৃশ্যের ওপর জোর দেব না যা উভয় ধর্মের সব অনুসারীরাই জানে। যেমন : সদা সত্য কথা বলবে, মিথ্যা বলবে না, চুরি করবে ন্ম, দয়ালু হও, নিষ্ঠুর হয়াে না। ইত্যাদি। বরং আমরা এমন সব সাদৃশ্যের ওপর জোর দেব যা এ পবিত্র ধর্মগ্রন্থগুলাের বিষয়বস্তু সম্পর্কে যাদের ভালাে ধারণা রয়েছে কেবল তারাই জানেন।
আসুন আমরা বিশ্বের এই প্রধান দুটি ধর্মের মৌলিক গ্রন্থগুলাে অধ্যয়ন ও | বিশ্লেষণ করার মাধ্যমে বিশ্বের প্রধান এ দু'টি ধর্মকে জানি। ঘ. এমন মিল ও সাদৃশ্যের ওপর জোর দেয়া যা সাধারণ লােকে জানেনা ইসলাম ও হিন্দুধর্মের মধ্যে মিল ও সাদৃশ্য নামক বইটিতে আমরা এমন সব অদৃশ্যের ওপর জোর দেব না যা উভয় ধর্মের সব অনুসারীরাই জানে। যেমন : সদা সত্য কথা বলবে, মিথ্যা বলবে না, চুরি করবে ন্ম, দয়ালু হও, নিষ্ঠুর হয়াে না। ইত্যাদি। বরং আমরা এমন সব সাদৃশ্যের ওপর জোর দেব যা এ পবিত্র ধর্মগ্রন্থগুলাের বিষয়বস্তু সম্পর্কে যাদের ভালাে ধারণা রয়েছে কেবল তারাই জানেন।

