Type Here to Get Search Results !

পরমাণুর মূল কণিকা কাকে বলে । পরমাণুর মূল কনিকা কত প্রকার ও কি কি?

পরমাণুর মূল কণিকা কাকে বলে । পরমাণুর মূল কনিকা কত প্রকার ও কি কি?

পরমাণুর মূল কণিকা কাকে বলে?

পরমাণু ও পরমাণুর মূল কণিকা উনিশ শতকের শেষ দশকে বেশ কতকগুলাে উল্লেখযােগ্য আবিষ্কারের ফলে পরমাণু অবিভাজ্য এ ধারণাটির বিলুপ্তি ঘটে এবং পরমাণু কতগুলাে অতিসূক্ষ্ম কণিকার সমষ্টি বলে প্রমাণিত হয়। এ সব অতিসূক্ষ্ম কণিকাকে আর বিভাজন করা যায় না এবং এরা মূল উপাদান হিসেবে সব পরমাণুতেই থাকে। এদেরকে পরমাণুর মূল কণিকা বলা হয়। 

পরমাণুর মূল কণিকা কত প্রকার ও কি কি?

পরমাণুর মূল কণিকা তিন ধরনের, যথা স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা এবং কম্পােজিট কণিকা।


(১) স্থায়ী মূল কণিকাঃ ইলেকট্রন, প্রােটন ও নিউট্রন এই তিনটি মূল কণিকা সব মৌলের পরমাণুতে থাকে বলে এগুলােকে স্থায়ী মূলকণিকা বলা হয়। (শুধুমাত্র হাইড্রোজেন-1 পরমাণুতে শুধু টি ইলেকট্রন ও 1টি প্রােটন আছে এতে কোন নিউট্রন নেই)। 

(২) অস্থায়ী মূল কণিকা: কিছু কিছু মূল কণিকা কোন কোন মৌলের পরমাণুতে অস্থায়ীভাবে খুব স্বল্প সময়ের জন্য বিরাজ করে। এগুলােকে অস্থায়ী মূল কণিকা বলা হয়। অস্থায়ী মূলকনিকার সংখ্যা প্রায় ১০০। নিউট্রিনাে, অ্যান্টি নিউট্রিনাে, পজিট্রন, মেসন প্রভৃতি উল্লেখযােগ্য অস্থায়ী মূলকণিকা।

(৩) কম্পােজিট কণিকা (Composite particles): স্থায়ী ও অস্থায়ী মূলকণিকা ছাড়াও আরও এক প্রকার কণিকা পরমাণুতে থাকে, যাদেরকে কম্পােজিট কণিকা বলা হয়। আলফা কণিকা ও ডিউটেরন কণিকা ইত্যাদি কম্পােজিট কণিকার উদাহরণ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.