Type Here to Get Search Results !

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ । Bangladesh Inland Water Transport Authority Job Circular 2022 (BIWTA)

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ । Bangladesh Inland Water Transport Authority Job Circular 2022

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (BIWTA) নিযোগ সাকুলার প্রকাশিত হয়েছে তাদের নিজেস্ব ওযেবসাইট www.jobsbiwta.gov.bd এ । বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ ১৭ ক্যাটেগরিতে মোট ৮৭ জন বল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রাথীদেরকে ৩১/৫/২০২২ তারিখের মধ্য আবেদন করতে হবে। 



    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ । Bangladesh Inland Water Transport Authority Job Circular 2022 (BIWTA)
    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ । Bangladesh Inland Water Transport Authority Job Circular 2022 (BIWTA)



    এই পোস্টের মাধ্যমে আমরা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি এর পদ সমূহের সম্পকে জানব, কত টাকা ফ্রি প্রদান করতে হবে, কিভাবে আবেদন করতে হবে এবং প্রবেশ প্রত্র ডাউনলোড করার উপায় নিয়ে জানার চেষ্টা করা।


    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ সংক্ষিপ্ত বিবরণ:

    চাকরি দাতা প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ
    বিজ্ঞপ্তি প্রকাশ তারিখ: ২০/৫/২০২২
    ক্যাটাগরি: ১৭ টি
    শূন্যপদের সংখ্যা: ৮৭ টি
    চাকরির ধরণ: সরকারি
    বিজ্ঞতি প্রকাশের সাইট: www.jobsbiwta.gov.bd
    আবেদন কারীর বয়স: নিয়োগ বিজ্ঞতিতে।
    কর্মস্থল: মতিঝিল , ঢাকা।
    বেতন: বিজ্ঞতিতে বিস্তারিত দেখুন
    আবেদন ফি: ৩২০/- ও ২১৫/- টাকা
    আবেদন করার মাধ্যম: অনলাইনে
    অনলাইনে আবেদন শুরু: ২০/৫/২০২২
    আবেদনের শেষ সময়: ৩১/৫/২০২২

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর শূণ্য পদ গুলো নিচে দেওয়া হল:

    ০১. পদের নাম:  কনিষ্ঠ সহকারী নৌ-সংরক্ষণ ও পরিচালন তত্ত্বাবধায়ক/থার্ড অফিসার
    বেতন: ২২,০০০ হতে ৫৩,০৬০/- টাকা
    শূণ্যপদের সংখ্যা: ২টি
    গ্রেড: ৯ম
    বয়স: ২১ হতে ৪০ বছর
    শিক্ষাগত যোগ্যতা:
    মাধ্যমিক পাশসহ জাহাজে ৪ বছরের ক্যডেট শীপের অভিজ্ঞতা এবং ২য় শ্রেণীর ইনল্যান্ড মাষ্টার সার্টিফিকেট অথবা বাংলাদেশ নৌ-বাহিনীর সীম্যান শাখায় চীপ পেটি অফিসার(এইচ, ই, টি এস এস সি) সহ শিক্ষানবিস থাকাকালীন সময়ে প্রার্থীদের অবশ্যই ২য় শ্রেণীর ইনল্যান্ড মাষ্টার সনদ হাসিল করতে হবে অথবা বাঅনৌপক এর কনিষ্ঠ নদী  জরিপকারী হিসাবে চাকুরীকাল ৮ বছর হতে হবে



    ০২. পদের নাম: সহকারী ইকো-সাউন্ডার প্রকৌশলী/ সহকারী যন্ত্রায়ন | প্রকৌশলী /সহকারী টেলিকমুনিকেশন ইঞ্জিনিয়ার
    বেতন: ২২,০০০ হতে ৫৩,০৬০/- টাকা
    শূণ্যপদের সংখ্যা: ০১ টি
    গ্রেড: ৯ম 
    বয়স: ২১ হতে ৩৫ বছর
    শিক্ষাগত যোগ্যতা: 
    ইলেকট্রিক্যাল/ইলেকট্রোনিক্স এ বিএসসি (ইঞ্জিঃ) অথবা এ, এম, আই, ই (ইলেকট্রিক্যাল/ইলেকট্রোনিক্স) | অথবা ফলিত পদার্থ (ইলেকট্রোনিক্স) এ স্নাতকোত্তর ডিগ্রী; 

    অথবা 
    সেনা/নৌ/বিমান বাহিনীর সংশ্লিষ্ট শাখার সদস্য যিনি পদ মর্যাদায় বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসারের সমকক্ষ হবেন; 

    অথবা 
    ইলেকট্রিক্যাল/ইলেকট্রোনিক্স ডিপ্লোমা প্রকৌশলীসহ সংশ্লিষ্ট চাকুরীতে
    ৭ বৎসরের অভিজ্ঞতা। সরাসরি নিয়ােগকৃত প্রার্থীগণের শিক্ষানবিসকাল ২ বৎসর হবে, যার শেষে লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ফলাফলের উপর চাকুরীতে আত্নীকরণের বিষয়টি নির্ভর করবে।

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ । Bangladesh Inland Water Transport Authority Job Circular 2022 (BIWTA)
    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ । Bangladesh Inland Water Transport Authority Job Circular 2022 (BIWTA)



    ০৩. পদের নাম:  নদী জরিপকারী
    বেতন: ২২,০০০ হতে ৫৩,০৬০/- টাকা
    শূণ্যপদের সংখ্যা: একটি
    গ্রেড: ৯ম
    বয়স: ২১ হতে ৩৫ বছর
    শিক্ষাগত যোগ্যতা:
    স্নাতক পর্যায়ে অংকসহ  হাইড্রোগ্রাফি/ওসানােগ্রাফিতে স্নাতক 

    অথবা
    পদার্থ রসায়ন/গণিত/ভূগােল/ভু-প্রকৃতিবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রী। সরাসরি | নিয়ােগকৃত প্রার্থীদের শিক্ষানবিসকাল  ২ বৎসর হবে যার শেষে লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ফলাফলের উপর চাকুরীতে আত্নীকরণ করা হবে।


    ০৪. পদের নাম:  সহকারী পরিচালক (মানব সম্পদ), সহকারী পরিচালক (ওএন্ডএম), সহকারী পরিচালক (যানবাহন), সহকারী পরিচালক (সমন্বয়), সহকারী | পরিচালক (প্রশাসন), প্রশাসনিক কর্মকর্তা, সহকারী পরিচালক (শ্রম ও কল্যাণ), নৌকর্মচারী কর্মকর্তা, সহকারী পরিচালক (নৌ ও ক্রয়), সহকারী পরিচালক (বন্দর), সহকারী পরিচালক (নৌনিরাপত্তা ও ট্রাফিক), সহকারী পরিচালক (বৈদেশিক পরিবহন), সহকারী বন্দর কর্মকর্তা, ল্যান্ড অফিসার, ল্যান্ড এ্যাকুইজিশন অফিসার, সমন্বয় কর্মকর্তা।
    বেতন: ২২,০০০ হতে ৫৩,০৬০/- টাকা
    শূণ্যপদের সংখ্যা: একটি
    গ্রেড: ৯ম
    বয়স: ২১ হতে ৩০ বছর
    শিক্ষাগত যোগ্যতা:
    কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে ২য় শ্রেণীর সম্মানসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী অথবা ১ম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী।

    ০৫. পদের নাম: সহকারী পরিচালক (মেরিন সেফটি)
    বেতন: ২২,০০০ হতে ৫৩,০৬০/- টাকা
    শূণ্যপদের সংখ্যা: একটি
    গ্রেড: ৯ম
    বয়স: ২১ হতে ৩০ বছর
    শিক্ষাগত যোগ্যতা:
    কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নৌযান ও নৌ-যন্ত্র কৌশলে বা নৌস্থাপত্যে ১ম শ্রেণির স্নাতক ডিগ্রীসহ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।


    ০৬. পদের নাম: প্রশিক্ষক (ডেক) ডিইপিটিসি
    বেতন: ১৬,০০০ হতে ৩৮,৬৪০ টাকা
    শূণ্যপদের সংখ্যা: ৩টি
    গ্রেড: ১০ম
    বয়স: ২১ হতে ৩৫ বছর
    শিক্ষাগত যোগ্যতা:
    কোন স্বীকৃত বাের্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস.এস.সি) 

    অথবা 
    Higher Education Test (H.E.T) সনদপ্রাপ্তসহ বাংলাদেশ নৌ-বাহিনীর সী-ম্যান শাখায় ১০(দশ) বৎসরের চাকুরী, যাহার মধ্যে লিডিং সী-ম্যান শিক্ষানবিস থাকাকালীন সময়ে ২য় শ্রেণির ইনল্যান্ড মাষ্টার সার্টিফিকেট অর্জনসহ উক্ত পদে ৩(তিন) বৎসরের চাকুরীর অভিজ্ঞতা থাকতে হবে।

    অথবা 
    কোন স্বীকৃত বাের্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস.এস. সি) পরীক্ষায় উত্তীর্ণসহ ২য় শ্রেণির ইনল্যান্ড মাষ্টার সনদপ্রাপ্ত।


    ০৭. পদের নাম:  কনিষ্ট নদী জরিপকারী
    বেতন: ১৬,০০০ হতে ৩৮,৬৪০ টাকা
    শূণ্যপদের সংখ্যা: তিনটি
    গ্রেড: ১০ ম
    বয়স: ২১ হতে ৩০ বছর
    শিক্ষাগত যোগ্যতা:
    গণিতসহ বি, এ, ত্রিী অথবা পদার্থ, রসায়ন ও গণিতসহ বি, এস, সি, ডিগ্রী। সরাসরি নিয়ােগকৃত প্রার্থীদের শিক্ষানবীসকাল ২ বত্সর হবে। যার শেষে লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ফল এর উপর চাকুরীতে আত্নীকরণের বিষয়টি নির্ভরশীল থাকবে।


    ০৮. পদের নাম: তত্ত্বাধায়ক-কাম-রক্ষণাবেক্ষণকারী, গুদাম সহকারী ও সহকারী
    বেতন: ১১, ৩০০ হতে ২৭,৩০০ টাকা
    শূণ্যপদের সংখ্যা: ১৩ টি
    গ্রেড: ১২ তম
    বয়স: ১৮ হতে ৩০ বছর
    শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি পাস।


    ০৯. পদের নাম:  সহকারী এবং কোষাধাক্ষ
    বেতন: ১২,৫০০ হতে ৩০,২৩০ টাকা
    শূণ্যপদের সংখ্যা: একটি
    গ্রেড: ১১ তম
    বয়স: ১৮ হতে ৩০ বছর
    শিক্ষাগত যোগ্যতা: বানিজ্য স্নাতক ডিগ্রি।


    ১০. পদের নাম:  ওয়েল্ডার 
    বেতন: ১১,৩০০ হতে ২৭,৩০০ টাকা
    শূণ্যপদের সংখ্যা: ২টি
    গ্রেড: ১২ তম
    বয়স: ১৮ হতে ৩০ বছর
    শিক্ষাগত যোগ্যতা: 
    এস এস সি, সি-সহ ওয়েল্ডিং কাজে ৩ বছরের অভিজ্ঞতা অথবা অনুমোদিত প্রতিষ্টান তে সংশিষ্ট ট্রেডে ৪ মাস মেয়াদী কোস পাসের সনদপত্র।

    ১১. পদের নাম:  নিম্নমান সহকারী বা মুদ্রাক্ষরিক বা তৎসম
    বেতন: ৯,৩০০ হতে ২২,৪৯০ টাকা
    শূণ্যপদের সংখ্যা: ১টি
    গ্রেড: ১৬ তম
    বয়স: ১৮ হতে ৩০ বছর
    শিক্ষাগত যোগ্যতা:  উচ্চ মাধ্যমিক সাটিফিকেটসহ টাইপিং এর জ্ঞান।


    ১২. পদের নাম:  ডাইভার 
    বেতন: ৯,৩০০ হতে ২২,৪৯০ টাকা
    শূণ্যপদের সংখ্যা: ১টি
    গ্রেড: ১৬ তম
    বয়স: ১৮ হতে ৩০ বছর
    শিক্ষাগত যোগ্যতা:  এসএসসি পাস ও মটর গাড়ী চালানোর অভিজ্ঞতা।


    ১৩. পদের নাম:  গ্রীজার
    বেতন: ৯,০০০ হতে ২১,৮০০ টাকা
    শূণ্যপদের সংখ্যা: ২টি
    গ্রেড: ১৭ তম
    বয়স: ১৮ হতে ৩০ বছর
    শিক্ষাগত যোগ্যতা:  এসএসসি বা সমানের যোগ্যতাসহ সংশিষ্ট বিষয়ে কাজের কিছু অভিজ্ঞতা।

    ১৪ পদের নাম:  লষ্কর
    বেতন: ৮,৫০০ হতে ২০,৫৭০ টাকা
    শূণ্যপদের সংখ্যা: ৬টি
    গ্রেড: ১৯ তম
    বয়স: ১৮ হতে ৩০ বছর
    শিক্ষাগত যোগ্যতা:  এসএসসি পাস এবং পরিষ্কার কাজের অভিজ্ঞতা।


    ১৫ . পদের নাম:  তোপাষ
    বেতন: ৮,৫০০ হতে ২০,৫৭০ টাকা
    শূণ্যপদের সংখ্যা: ৪১টি
    গ্রেড: ১৯ তম
    বয়স: ১৮ হতে ৩০ বছর
    শিক্ষাগত যোগ্যতা:  ডিইপিটিসি হতে ১ বছরের কোস পাস অথবা এসএসটিস পাস ।

    ১৬. পদের নাম:  অফিস সহায়ক
    বেতন: ৮,২৫০ হতে ২০,০১০ টাকা
    শূণ্যপদের সংখ্যা: ৪টি
    গ্রেড: ২০ তম
    বয়স: ১৮ হতে ৩০ বছর
    শিক্ষাগত যোগ্যতা: এসএসটিস পাস ।


    ১৭. পদের নাম:  ঝাড়ুদার
    বেতন: ৮,২৫০ হতে ২০,০১০ টাকা
    শূণ্যপদের সংখ্যা: ৩টি
    গ্রেড: ২০ তম
    বয়স: ১৮ হতে ৩০ বছর
    শিক্ষাগত যোগ্যতা: ৮ম পাস


    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ । Bangladesh Inland Water Transport Authority Job Circular 2022 (BIWTA)
    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ । Bangladesh Inland Water Transport Authority Job Circular 2022 (BIWTA)


    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ আবেদন করারা নিয়ম:

    এখন আমার  জানব কিভাবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ এ আবেদন করার যায় । নিচে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ এর আবেদন করার নিময় ধাপে ধাপে বলা হল:


    ধাপ ০১: প্রথমে www.jobsbiwta.gov.bd এই লিংঙ্ক এ যান।
    ধাপ ০২: তারপরে আপনার পছন্দে পদের উপর ক্লিক করুণ।
    ধাপ ০৩: তার পরে  Apply  বাটনে ক্লিক করুন।
    ঘাপ ০৪: ফরম টি পূরণ করার পরে Submite Registration এ ক্লিক করুন।

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ এর ফ্রি জমার দেওয়ার নিয়ম:

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ এর ফ্রি জমার দেওয়ার নিয়ম নিচে আলোচনা করা হল:

     অনলাইনে আবেদন করার পর প্রাপ্ত Applicd ID টি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। উক্ত Applied ID টি রকেটের Biller Number হিসেবে ব্যবহার করে ৭২ ঘন্টার মধ্যে ডাচ্ বাংলা মােবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে বিআইডব্লিউটিএ'র বিলার আইডি নং-৪২২ এ আবেদন ফি বাবদ ক্রমিক নং-০১ হতে ০৭ এ বর্ণিত পদের জন্য ৩২০(তিনশত বিশ) টাকা এবং ক্রমিক নং০৮-১৭ এ বর্ণিত পদের জন্য ২১৫/-(দুইশত পনেরাে) টাকা হারে (অফেরৎযােগ্য) আবেদন ফি জমা দিতে হবে, অন্যথায় আবেদন পত্রটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ প্রবেশ পত্র ডাউনলোড করার নিয়ম:

    আবেদনকারীগণকে নিজ নিজ Applied ID ব্যবহার করে www.jobsbiwta.gov.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করার জন্য আবেদনপত্রে উল্লিখিত মােবাইল নম্বরে যথা সময়ে SMS প্রদানের মাধ্যমে অবহিত করা হবে। 

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ । Bangladesh Inland Water Transport Authority Job Circular 2022 (BIWTA)


    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ । Bangladesh Inland Water Transport Authority Job Circular 2022 (BIWTA)


    Post a Comment

    0 Comments
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.