বাংলাদেশ শিশু একাডেমির নিয়োগ সারকুলার ২০২২ । Bangladesh Shishu Academy Job Circular 2022 বাংলাদেশ শিশু একাডেমির এ ১/৬/২০২২ তারিখে প্রকাশিত হয়। বাংলাদেশ শিশু একাডেমির নিয়োগ বিজ্ঞতি ২০২২ অনুসারে মোট ৯ টি ক্যাটেগরিতে মোট ২০ জন কে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রাথীদের কে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন বাংলাদেশ শিশু একাডেমির ওয়েবসাইট এ গিয়ে ৩০.০৬.২০২২ তারিখ এর মধ্যে অনলাইনে আবেদন করাতে হবে।
![]() |
| বাংলাদেশ শিশু একাডেমির নিয়োগ সারকুলার ২০২২ । Bangladesh Shishu Academy Job Circular 2022 | http://www.shishuacademy.gov.bd |
বিভিন্ন ধরনের চাকরির বিজ্ঞতি ও শিক্ষনীয় বিষয় জানতে আমাদের Facebook Page And Telegram Chennel যুক্ত হন।
বাংলাদেশ শিশু একাডেমির নিয়োগ সারকুলার ২০২২ । Bangladesh Shishu Academy Job Circular 2022 http://www.shishuacademy.gov.bd সংক্ষিপ্ত বিরবণ:
চাকরি দাতা প্রতিষ্ঠান: বাংলাদেশ শিশু একাডেমি
মোট ক্যাটেগরি: ৯ টি
মোট শূণ্যপদ: ২০ টি
আবেদন ফ্রি: ২১২ ও ১১২ টাকা
বয়স: ১৮ হতে ৩০ বছর
আবেদন শুরু: ১/৬/২০২২
আবেদন শেষ: ৩০/৬/২০২২
বিজ্ঞতি প্রকাশের ওয়েবসাইট: http://www.shishuacademy.gov.bd
আবেদন করার ওয়েবসাইট: https://erecruitment.bcc.gov.bd
০১. পদের নাম: জেলা শিশু বিষয়ক
নিম্নমান সহকারী- তথা-মুদ্রাক্ষরিক, প্লেইন পেপার। কপিয়ার, ডুপ্লিকেটিং মেশিন অপারেটর, ডেসপাস। রাইডার, দপ্তরী ও এম,এল,এস,এস (মন্ত্রণালয়/বিভাগ ও | সংযুক্ত অধিদপ্তর) বিধিমালা, ১৯৯৩ অনুযায়ী। তবে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন গতি ‘সাঁট-লিপিকার বা স্টেনােগ্রাফার বা সাঁট-মুদ্রাক্ষরিক বা স্টেনােটাইপিস্ট, | অফিস সহকারী কাম-মুদ্রাক্ষরিক, মুদ্রাক্ষরিক-কাম-অফিস সহকারী ও মুদ্রাক্ষরিক পদের পদবী পরিবর্তন ও নিয়ােগ। যােগ্যতা নির্ধারণ (বিশেষ বিধান) বিধিমালা, ২০১০ অনুযায়ী।
কম্পিউটার কম্পােজে প্রতি মিনিটে গতি ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ এবং উচ্চ মাধ্যমিক স্কুল সাটিফিকেট থাকতে হবে।
বাংলাদেশ শিশু একাডেমির নিয়োগ সারকুলার ২০২২ । Bangladesh Shishu Academy Job Circular 2022। http://www.shishuacademy.gov.bd
বাংলাদেশ শিশু একাডেমির নিয়োগ সারকুলার ২০২২ । Bangladesh Shishu Academy Job Circular 2022 বিবরণ দেওয়া হল:
শূন্যপদের সংখ্যা: ২ টি
বেতন: ২২,০০০ হতে ৫৩০৬০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
(ক) কোনাে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণি বা। সমমানের সিজিপি এ-তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা অন্ন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) সহ অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ (চার) বৎসর মেয়াদি অন্ন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) ডিগ্রি; এবং (খ) কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
০২. পদের নাম: উচ্চমান সহকারী
শূন্যপদের সংখ্যা: ২ টি
বেতন: ১০,০২০০ হতে ২৪৬৮০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
Ministries and Divisions (Upper Division Assistant and Section Assistant) Recruitment Rules, 1984 অনুযায়ী। কোনাে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি।০৩. পদের নাম: হিসাব সহকারী
শূন্যপদের সংখ্যা: ১ টি
বেতন: ১০,০২০০ হতে ২৪৬৮০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
(ক) কোনাে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে স্নাতক ডিগ্রি; এবং (খ) কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
০৪. পদের নাম: সাটমুদ্রক্ষরিক কম্পউটার অপারেটর
শূন্যপদের সংখ্যা: ১ টি
বেতন: ১০,০২০০ হতে ২৪৬৮০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
Stenographers and Steno-typists (Ministries, Division & Attached Departments) Recruitment Rules. 1978 অনুযায়ী। তবে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন গতি “সাঁট-লিপিকার বা স্টেনােগ্রাফার। সাঁট-মুদ্রাক্ষরিক বা স্টেনােটাইপিস্ট, অফিস সহকারী কামমুদ্রাক্ষরিক, মুদ্রাক্ষরিক কাম-অফিস সহকারী ও মুদ্রাক্ষরিক পদের পদবী পরিবর্তন ও নিয়ােগযােগ্যতা নির্ধারণ (বিশেষ বিধান) বিধিমালা, ২০১০” অনুযায়ী। (ক) শর্টহ্যান্ডে প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ ও বাংলায় ৩০ শব্দ, টাইপিং এ প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি এবং (খ) উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট।
০৫. পদের নাম: প্রফ রীডার
(খ) সংশ্লিষ্ট বিষয়ে বস্তিব অভিজ্ঞতা; এবং
(গ) কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
শূন্যপদের সংখ্যা: ১ টি
বেতন: ১০,০২০০ হতে ২৪৬৮০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
(ক) কোনাে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি; (খ) সংশ্লিষ্ট বিষয়ে বস্তিব অভিজ্ঞতা; এবং
(গ) কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
০৬. পদের নাম: লাইব্রেরিয়ান কাম মিউজিয়াম কীপার
শূন্যপদের সংখ্যা: ২ টি
বেতন: ১০,০২০০ হতে ২৪৬৮০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
(ক) কোনাে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানে। স্নাতক ডিগ্রি অথবা কোনাে স্বীকৃত বাের্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সাটিফিকেটসহ কোনাে স্বীকৃত ইনস্টিটিউট হতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা; এবং (খ) কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
০৭. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
শূন্যপদের সংখ্যা: ৯ টি
বেতন: ৯৩০০ হতে ২২৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
কম্পিউটার কম্পােজে প্রতি মিনিটে গতি ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ এবং উচ্চ মাধ্যমিক স্কুল সাটিফিকেট থাকতে হবে।
০৮. পদের নাম: ইলেকট্রিশিয়ান
(ক) কোনাে স্বীকৃত বাের্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সাটিফিকেট; এবং শূন্যপদের সংখ্যা: ১টি
বেতন: ৯৩০০ হতে ২২৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
(খ) বৈধ লাইসেন্স সহ ইলেকট্রিক কাজে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে।
৯. পদের নাম: ফটোকপি অপারেটর
শূন্যপদের সংখ্যা: ১টি
বেতন: ৮৮০০ হতে ২১৩১০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
(ক) কোনাে স্বীকৃত বাের্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট; এবং
(খ) সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন ০২ (দুই) বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বাংলাদেশ শিশু একাডেমির নিয়োগ সারকুলার ২০২২ । Bangladesh Shishu Academy Job Circular 2022 এ যেভাবে আবেদন করবেন:
সকল প্রার্থীকে অনলাইনে https://erecruitment.bcc.gov.bd ওয়েব সাইটের মাধ্যমে আগামী ৩০.০৬.২০২২ তারিখ রাত ১১:৫৯ মিনিটের মধ্যে আবেদন করতে হবে। সরাসরি অথবা ডাকযােগে কোনাে আবেদন পত্র গ্রহণযােগ্য নয়।অনলাইন আবেদনের জন্য https://erecruitment.bcc.gov.bd ওয়েব সাইটে প্রবেশ করে প্রথমে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য ইমেইল ও মােবাইল নম্বর আবশ্যক। নিবন্ধন সম্পন্ন হওয়ার পর নিবন্ধনকারীর ই-মেইলে eRecruitment কর্তৃক ই-মেইল এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। প্রাপ্ত ই -মেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদনের প্রয়ােজনীয় ধাপসমূহ সম্পন্ন করতে হবে। (প্রয়ােজনে সংশ্লিষ্ট ওয়েব সাইট হতে নিবন্ধন গাইড লাইন ও আবেদনের গাইড লাইন অনুসরণ করতে হবে এবং বাংলাদেশ শিশু একাডেমির ফোন নম্বর ০২৯৫১২৫১৭ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ফোন নম্বর +৮৮০২৫৫০০৭১৮৩ (এক্স-১০৮) এ যােগাযোগ করা যেতে পারে)।
বাংলাদেশ শিশু একাডেমির নিয়োগ সারকুলার ২০২২ । Bangladesh Shishu Academy Job Circular 2022 এ আবেদন কারী বয়স সীমা:
কোটাধারী প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডকুমেন্ট আপলােড করতে হবে (ক্রমিক ২-9 এর জন্য প্রযােজ্য)। প্রার্থীর বয়সসীমা ০১.০৬.২০২২ খ্রি. তারিখে অবশ্যই ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযােদ্ধা/মুক্তিযােদ্ধা সন্তানদের/এতিম/শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা এবং সর্বপ্রকার কোটা পদ্ধতিতে সরকারি বিধি-বিধান অনুসরণ করা হবে।
বাংলাদেশ শিশু একাডেমির নিয়োগ সারকুলার ২০২২ । Bangladesh Shishu Academy Job Circular 2022 এ আবেদন ফ্রি ও ফ্রি জমার দেওয়ার নিয়ম:
প্রার্থীদের ক্রমিক নং-০১ উল্লেখিত পদের জন্য ২১২/- (দুই শত বার) টাকা ১২ (বার) টাকা সার্ভিস চার্জসহ, ক্রমিক নং-০২ থেকে ০৮ পদের জন্য ১১২/- (এক শত বার) টাকা ১২ (বার) টাকা সার্ভিস চার্জসহ এবং ক্রমিক নং-০৯ পদের জন্য ৬২/- (বাষট্টি) টাকা ১২ (বার) টাকা সার্ভিস চার্জসহ, DBBL Mobile banking/bkash/Nagad এর মাধ্যমে অনলাইনে (বিস্তারিত অনলাইন ফরমে পাওয়া যাবে) একবারে প্রদান করতে হবে।
বাংলাদেশ শিশু একাডেমির নিয়োগ পরীক্ষা উত্তীণ হলে যা যা প্রয়োজন:
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের (ক) জাতীয় পরিচয়পত্র (খ) সকল শিক্ষাগত যােগ্যতার সনদপত্র, প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি (গ) চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র পরবর্তীতে দাখিল করতে হবে। ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ, বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
বাংলাদেশ শিশু একাডেমির নিয়োগ সারকুলার ২০২২ । Bangladesh Shishu Academy Job Circular 2022 এর অন্যান্য শতবলী:
নির্ধারিত সময়ের পর কোনাে আবেদনপত্র গ্রহণ করা হবে না এবং অসম্পূর্ণ /ত্রুটিপূর্ণ আবেদন সফটওয়্যার কর্তৃক গৃহীত হবে না।
পরীক্ষা সংক্রান্ত সকল তথ্যাদি যথাসময়ে ই-মেইল, সিস্টেম ও এস এম এস (SMS) এর মাধ্যমে জানানাে হবে।
সাক্ষাৎকার/পরীক্ষার সময় প্রার্থীদের শিক্ষাগত যােগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন, চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র, সদ্য তােলা ০৩ (তিন) কপি পাসপাের্ট সাইজের রঙিন ছবি (সত্যায়িত), সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রসহ সংশ্লিষ্ট সকল ডকুমেন্ট/সনদপত্রের মূল কপি এবং (এক) সেট ফটোকপি (সত্যায়িত) দাখিল করতে হবে।
প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনাে প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। কর্তৃপক্ষ কোনােরূপ কারণ দর্শানাে ব্যতিরেকে যে কোনাে সময় এই নিয়ােগ প্রক্রিয়া স্থগিত বাতিল করার এবং বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি বা বাতিল/সংশােধন বা সংযােজন করার ক্ষমতা সংরক্ষণ করে। নিয়ােগের ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোনাে আপত্তি গ্রহণযােগ্য হবে না।
একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। উপরে উল্লেখ করা হয়নি এরূপ ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত অন্যান্য বিধি-বিধান প্রযােজ্য হবে।


