Type Here to Get Search Results !

জাতীয় বিশ্ববিদ্যায়ল নিয়োগ বিজ্ঞতি ২০২২ প্রকাশ | National University Job Circular 2022

জাতীয় বিশ্ববিদ্যায়ল নিয়োগ বিজ্ঞতি (national university job circular 2022) ২০২২ টি ১১ মে ২০২২ তারিখে jobs.nu.ac.bd সাইটে প্রকাশিত হয়ে। জাতীয় বিশ্ববিদ্যায়ল নিয়োগ বিজ্ঞতি অনুসারে শূন্য পদের সংখ্যা ৪৮ টি । আবেদনের শেষ তারিখ ১৬/ ৬/ ২০২২।


    national university job circular 2022, nu job circular 2022, circular today.  recent bd govt online job news circular today,job circular 2022,government job circular 2022, recent job circular 2022, recent govt job circular, bd all govt job circular today, bd jobs bangla, jobs in dhaka, bd all govt job circular

    National University Job Circular 2022

    জাতীয় বিশ্ববিদ্যায়ল নিয়োগ বিজ্ঞতি সংক্ষিপ্ত বিবরণ:

    বিজ্ঞপ্তি প্রকাশ তারিখ: 11 মে ২০২২
    ক্যাটাগরি: ১০ টি
    শূন্যপদের সংখ্যা: ৪৮ টি
    চাকরির ধরণ: স্থায়ী
    বিজ্ঞতি প্রকাশের সাইট: jobs.nu.ac.bd
    আবেদন করার জন্য সাইট: jobs.nu.ac.bd
    আবেদন কারীর বয়স: ১৮-৩০ বছর 
    বেতন: বিজ্ঞতিতে বিস্তারিত দেখুন
    আবেদন ফি: ৪০০/- ও ৩০০/- টাকা
    আবেদন করার মাধ্যম: অনলাইনে
    অনলাইনে আবেদন শুরু: ১৬/ ৫/ ২০২২
    আবেদনের শেষ সময়: ১৬/ ৬/ ২০২২



    জাতীয় বিশ্ববিদ্যায়ল নিয়োগ বিজ্ঞতি পদের নাম, বেতন, বয়স ও শিক্ষাগত যোগ্যতা:


    ০১. পদের নাম:
    উচ্চমান সহকারী
    বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা
    গ্রেড: ১৩
    শূণ্যপদের সংখ্যা: ১০ টি
    বয়স: ১৮-৩০ বছর
    শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: 



    ০২. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
    বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা
    গ্রেড: ১৩
    শূণ্যপদের সংখ্যা: ৫টি
    বয়স: সর্বোচ্চ ৩০ বৎসর
    শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: 
    ন্যূনতম স্নাতক ডিগ্রি। কম্পিউটার চালনায় পারদর্শিতা ও বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে। কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩৫ ও বাংলায় ৩০ শব্দ । ডাটা এন্ট্রি কাজে স্ট্যান্ডার্ড এপ্টিচিউড টেস্টে উত্তীর্ণ হইতে হইবে। শিক্ষা জীবনের কোন স্তরেই ৩য় শ্রেণি/বিভাগ সমমানের সিজিপিএ গ্রহণযােগ্য নহে।



    ০৩. পদের নাম: স্টাফ নার্স
    বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা
    গ্রেড: ১৩
    শূণ্যপদের সংখ্যা: ১টি
    বয়স: ১৮-৩০ বৎসর
    শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: 
    এইচএসসি পাস ও নার্সিং-এ ডিপ্লোমা সাটিফিকেটধারী হইতে হইবে। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাইবেন



    ০৪. পদের নাম: মেডিকেল সহকারী
    বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা
    গ্রেড: ১৩
    শূণ্যপদের সংখ্যা: ১টি
    বয়স: ১৮-৩০ বৎসর
    শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: 
    এইচএসসি পাস ও নার্সিং-এ সার্টিফিকেটধারী হইতে হইবে। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাইবেন।


    ০৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
    বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
    গ্রেড: ১৬
    শূণ্যপদের সংখ্যা: ১০ টি
    বয়স: ১৮-৩০ বৎসর
    শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: 
    ন্যনতম এইচএসসি পাস। প্রার্থীকে কম্পিউটার অপারেটিং-এ। প্রশিক্ষণপ্রাপ্ত হইতে হইবে। কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ। শিক্ষা জীবনের কোন স্তরেই ৩য় শ্রেণি/বিভাগ সমমানের সিজিপিএ গ্রহণযােগ্য নয়।



    ০৬. পদের নাম: ইলেকট্রিশিয়ান
    বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
    গ্রেড: ১৬
    শূণ্যপদের সংখ্যা: ২ টি
    বয়স: ১৮-৩০ বৎসর
    শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: 
    এসএসসি পাসসহ সি লাইসেন্সধারী এবং বাস্তব কাজে ৫ বৎসরের অভিজ্ঞতা। সংশ্লিষ্ট কাজে অধিকতর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যােগ্যতা শিথিলযােগ্য।



    ০৭. পদের নাম: কুক
    বেতন স্কেল: ৮৮০০-২১৩১০ টাকা
    গ্রেড: ১৬
    শূণ্যপদের সংখ্যা: ১ টি
    বয়স: ১৮-৩০ বৎসর
    শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: 
    ৮ম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন হইতে হইবে। 



    ০৮. পদের নাম: ডেসপাচ রাইডার
    বেতন স্কেল: ৮৮০০-২১৩১০ টাকা
    গ্রেড: ১৮
    শূণ্যপদের সংখ্যা: ২ টি
    বয়স: ১৮-৩০ বৎসর
    শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: 
    এসএসসি পাস। সাইকেল/মটর সাইকেল চালনায় দক্ষতা থাকিতে হইবে। হাতের লেখা সুন্দর হইতে হইবে।


    ০৯. পদের নাম: সহকারী কুক
    বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
    গ্রেড: ২০
    শূণ্যপদের সংখ্যা: ১ টি
    বয়স: ১৮-৩০ বৎসর
    শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: 
    ৮ম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট কাজে ৩ বৎসরের অভিজ্ঞতা।



    ০৯. পদের নাম: অফিস সহায়ক
    বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
    গ্রেড: ২০
    শূণ্যপদের সংখ্যা: ১৫ টি
    বয়স: ১৮-৩০ বৎসর
    শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: 
    এসএসসি পাস।


    আবেদন করার তারিখ 

    উক্ত পদসমূহে আবেদনের নিমিত্তে Online Application Form ও নিয়ােগ বিজ্ঞপ্তি ১৬-০৫-২০২২ তারিখ হইতে অত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট jobs.nu.ac.bd এ পাওয়া যাইবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৫-০৬-২০২২ তারিখ বিকাল ৪:০০ ঘটিকার মধ্যে উক্ত ওয়েবসাইট jobs.nu.ac.bd এ Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করিতে হইবে। 

    আবেদনের বয়সসীমা:

    ক্রমিক নং-৫ হইতে ১০ পর্যন্ত বর্ণিত পদসমূহের ক্ষেত্রে মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বয়সের উচ্চসীমা ৩২ (বত্রিশ) বৎসর, তবে মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা (নাতিনাতনি) প্রার্থীদের বয়স ১৮ বৎসর হইতে ৩০ বৎসরের মধ্যে হইতে হইবে। বয়স প্রমাণের জন্য পরীক্ষা পাশের সনদপত্র ব্যতীত অন্য কোন প্রশংসাপত্র/এফিডেভিট গ্রহণযােগ্য হইবে না। 


    আবেদন করার শেষ তারিখে প্রার্থীদের বয়সসীমা নির্ধারিত হবে। 

    প্রার্থী মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা অথবা পুত্র-কন্যার পুত্র-কন্যা নাতি-নাতনি) হলে আবেদনে উল্লেখসহ ঐ মুক্তিযোেদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার সার্টিফিকেট, মুক্তিবার্তা/গেজেটের কপি যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও সনদপত্রের সত্যায়িত কপি এবং অন্যান্য বিশেষ কোটার ক্ষেত্রে নিজ নিজ জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সার্টিফিকেটের সত্যায়িত কপি User ID ও Password দিয়ে Login করে Online Application
    Form-এর নির্ধারিত অংশে Upload করিতে হইবে। 


    চাকুরীরত প্রার্থীদেরকে তাদের স্ব-স্ব নিয়ােগকারী কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করিতে হইবে। প্রার্থীদেরকে সকল পরীক্ষা পাশের সনদপত্র, নম্বরপত্র, অভিজ্ঞতা সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জাতীয়তা সনদপত্র, চাকুরীরত হলে কর্তৃপক্ষের অনুমতি পত্র-এর কপি User ID ও Password দিয়ে Login করে Online Application Form-এর নির্ধারিত অংশে Upload করিতে হইবে।

    Online Application Form-এর প্রিন্ট কপিসহ সকল ডকুমেন্টস্-এর সত্যায়িত কপি ০৯ (নয়) সেট
    ডাকযােগে/কুরিয়ার সার্ভিসে/হাতে হাতে ১৫-০৬-২০২২ তারিখ পর্যন্ত অফিস সময়ের মধ্যে রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪ ঠিকানায় পৌছাইতে হইবে। অন্যথায় আবেদন বাতিল বলিয়া গণ্য হইবে।


    রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়-এর অনুকূলে সােনালী ব্যাংকের যে কোন শাখায় ক্রমিক নং-১ হইতে ৪-এ বর্ণিত পদের জন্য ৪০০/- (চারশত) টাকা এবং ক্রমিক নং- ৫ হইতে ১০-এ বর্ণিত পদের জন্য ৩০০/- (তিনশত) টাকা পে-স্লিপ-এর মাধ্যমে জমা দিতে হইবে। পে-স্লিপ সংগ্রহ ও আবেদন ফি জমাদানের নিয়মাবলী: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট jobs.nu.ac.bd এ Online Application Form যথাযথভাবে পূরণপূর্বক Submit করার পর User ID ও Password দিয়ে Login করে Pay-slip ডাউনলােড করে নিকটস্থ সােনালী ব্যাংকের যে কোন শাখার মাধ্যমে নির্ধারিত সময়সীমার মধ্যে জমা দিতে হইবে অথবা সােনালী ব্যাংকের Online Payment Gateway ব্যবহার করে মােবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে নির্ধারিত আবেদন ফি জমা দিতে হইবে। Online Application Form পূরণের নির্ধারিত তারিখ ও সময়ের পরে টাকা জমা দিলে সে দায়-দায়িত্ব ব্যাংক অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করিবে না। 

    প্রার্থীদের নিয়ােগ সংক্রান্ত সকল পরীক্ষা/নির্বাচনী বোের্ড/নির্বাচনী কমিটি-এর তারিখ ডাকযােগে/কুরিয়ার সার্ভিসে পত্র মারফত/SMS-এর মাধ্যমে/বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট-এর মাধ্যমে জানানাে হইবে। এ সকল পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হইবে না। 


    সাক্ষাৎকারের সময় সকল মূল সনদ ও সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র সঙ্গে আনিতে হইবে। 

    নিয়ােগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে। কোন ধরনের সুপারিশ প্রার্থীর অযােগ্যতা হিসাবে বিবেচিত হইবে। 

    অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও ভুল তথ্য সম্বলিত আবেদন বাতিল বলিয়া গণ্য হইবে। 

    কোন কারণ দর্শানাে ব্যতিরেকে যে কোন আবেদন গ্রহণ বা বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করিবে। 

    রিট পিটিশন নং- ৫১২৫/২০০৪ এ মহামান্য হাইকোর্ট বিভাগের ২০-০২-২০১২ তারিখের ঘােষিত রায় ও নির্দেশনার আলােকে যাহাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকুরীর অবসান হইয়াছে তাহারা সংশ্লিষ্ট পদে আবেদন করিতে পারিবেন এবং বিজ্ঞাপিত পদের জন্য নির্ধারিত বয়সসীমার সর্বোচ্চ সীমা তাহাদের ক্ষেত্রে শিথিল করা হইবে। তবে বিজ্ঞাপিত পদে বিধি অনুযায়ী প্রয়ােজনীয় শিক্ষাগত যােগ্যতাসহ অন্যান্য যােগ্যতা ও শর্তাবলী তাহাদের ক্ষেত্রে প্রযােজ্য হইবে।


    ৪৮ টি পদে জাতীয় বিশ্ববিদ্যায়ল নিয়োগ বিজ্ঞতি ২০২২ প্রকাশ  (recent bd govt online job news circular today)


    Post a Comment

    0 Comments
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.