Type Here to Get Search Results !

কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ােগ বিজ্ঞপ্তি 2022 প্রকাশ - (recent bd govt online job news circular today)

কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ােগ বিজ্ঞপ্তি (karigori-shikkha-odhidoptor-job-circular-2022) 2022 www.bdjobs.com  এ ০৯ মে ২০২২ তারিখে প্রকাশিত হয়েছে। karigori-shikkha-odhidoptor-job-circular-2022

recent bd govt online job news circular today,job circular 2022,government job circular 2022, recent job circular 2022, recent govt job circular, bd all govt job circular today, bd jobs bangla, jobs in dhaka, bd all govt job circular, bangladesh police job circular 2022, bangladesh army job circular 2022, bd jobs today, bd job circular 

কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ােগ বিজ্ঞপ্তি 2022 প্রকাশ - (recent bd govt online job news circular today)
কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ােগ বিজ্ঞপ্তি 2022 প্রকাশ - (recent bd govt online job news circular today)

    কারিগরি শিক্ষা অধিদপ্তরের উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন (২য় পর্যায়) প্রকল্পে বর্ণিত পদে প্রকল্পের মেয়াদকালীন (ডিসেম্বর ২০২৪) জনবল নিয়ােগ করা হবে। এ উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

    কারিগরি শিক্ষা অধিদপ্তরের সংক্ষিপ্ত বর্ননা 

    কারিগরি শিক্ষা অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়াধীন কারিগরি ও মাদ্‌রাসা শিক্ষা বিভাগের একটি অধিদপ্তর। কারিগরি শিক্ষার সম্প্রসারণ ও মানোন্নয়নের মাধ্যমে দক্ষ মানব সম্পদ সৃষ্টির লক্ষ্যে ১৯৬০ সালে এটি প্রতিষ্ঠিত হয় । গত অর্ধ শতকে কারিগরি শিক্ষা ও প্রশাসনের বহু শাখা-প্রশাখার বিস্তার ঘটেছে। অধিদপ্তরের মূল কাজ ৪টি যথা-মানব সম্পদ ব্যবস্থাপন, উন্নয়ন কর্মকান্ড পরিচালনা, একাডেমিক কার্যক্রমের তদারকীকরণ এবং কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সংযোগ সৃষ্টি করা।

    অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা মোট ১৮৯ টি। তিনটি স্তরে পাঠদান কার্যক্রম পরিচালিত হয় যথা-সার্টিফিকেট, ডিপ্লোমা ও ডিগ্রী স্তর। সার্টিফিকেট পর্যায়ে রয়েছে ১৩৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজ। ১টি ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনষ্টিটিউট। ডিপ্লোমা পর্যায় ৪৯টি পলিটেকনিক ইন্সটিটউট এবং ডিগ্রী পর্যায় টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ-১টি, ইঞ্জিনিয়ারিং কলেজ-৪টি।

    কারিগরি শিক্ষা অধিদপ্তরটি এফ-৪/বি, শেরে-ই-বাংলা নগর প্রশাসনিক এলাকা, আগারগাঁও, ঢাকা-১২০৭ এ অবস্থিত।


    পদের নাম:  অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর
    পদের সংখ্যা: একটি
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/ টাকা
    শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা 
    (ক) এইচএসসি/সমমানের ডিগ্রীসহ কোন সরকার স্বীকৃত 
    প্রতিষ্ঠান হতে কম্পিউটার অপারেশন (এমএস অফিসসহ)-এর উপর ট্রেনিংপ্রাপ্ত হতে হবে। 

    কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ােগ বিজ্ঞপ্তি  শর্তাবলি : 

    ০১। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক চাকুরির নির্ধারিত ০১ (এক) পাতার আবেদন ফরম নিজ হাতে পূরণ করে অথবা কম্পিউটারে কম্পােজের মাধ্যমে আবেদন করতে হবে। ওয়েবসাইট www.forms.gov.bd হতে চাকুরির আবেদন ফরমটি ডাউনলােড করা যাবে। 

    আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে 

    (ক) সকল শিক্ষাগত যােগ্যতা, জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ, দক্ষতা/অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি। 
    (খ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র এবং সম্প্রতি তােলা ০৪ (চার) কপি রঙিন পাসপাের্ট সাইজের সত্যায়িত ছবি। 

    (গ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত ফটোকপি। 

    (ঘ) প্রকল্প পরিচালক, উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন (২য় পর্যায়) প্রকল্প কারিগরি শিক্ষা অধিদপ্তর, ঢাকা বরাবরে পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা কোড নম্বর ১-৩৭০৩-০০০০-২০৩১” এ বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক অনুমােদিত সােনালী ব্যাংকের যে কোন শাখায় ট্রেজারী চালানের মাধ্যমে জমা দিতে হবে। চালানের মূলকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

    (ঙ) খামের উপরে পদ ও পত্র প্রাপ্তির ঠিকানা লেখা ১০ (দশ) টাকা মূল্যমানের ডাকটিকেটসহ অব্যবহৃত ফেরত খাম সংযুক্ত করতে হবে। 


    ০৩। চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। 

    ০৪। আবেদনপত্র ১৬/০৬/২০২২ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে প্রকল্প পরিচালক, “উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন (২য় পর্যায়) প্রকল্প কারিগরি শিক্ষা অধিদপ্তর (৫ম তলা, কক্ষ নং-৫১২), এফ-৪/বি, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরে বাংলা নগর ঢাকা-১২০৭, বরাবরে ডাকযােগে/সরাসরি পৌঁছাতে হবে। অসম্পূর্ণ ও নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্রসমূহ সরাসরি বাতিল বলে গণ্য হবে। 

    ০৫। ৩০/০৪/২০২২ তারিখে আবেদকারীর বয়স ১৮ হতে ৩০ বছর হতে হবে। মুক্তিযােদ্ধা ও শহীদ মুক্তিযােদ্ধাদের সন্তান এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বৎসর পর্যন্ত শিথিলযােগ্য। বয়স সম্পর্কিত কোন এফিডেভিট গ্রহণযােগ্য নয়। 

    ০৬। সরকারি বিধি মােতাবেক লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

    ০৭। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। 

    ০৮। প্রার্থীকে Computer Standard Aptitude Test (ব্যবহারিক) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 

    ০৯। যােগ্য প্রার্থীদেরকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য তারিখ ও স্থান সংবলিত প্রবেশপত্র প্রার্থীর ফেরত খামে বর্ণিত ঠিকানায় প্রেরণ করা হবে। 

    ১০। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। 

    ১১। বর্ণিত শর্তাবলির যে কোন অংশ সংশােধনসহ আবেদনপত্র গ্রহণ/বাতিলের পূর্ণ অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। 

    ১২। উপরে উল্লিখিত হয়নি এরূপ ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধানাবলি প্রযােজ্য হবে।


    কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ােগ বিজ্ঞপ্তি 2022 প্রকাশ - (recent bd govt online job news circular today)
    কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ােগ বিজ্ঞপ্তি 2022 প্রকাশ - (recent bd govt online job news circular today)




    Post a Comment

    0 Comments
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.