Type Here to Get Search Results !

মাস্টাস পযায়ে শিক্ষাবৃত্তির বিজ্ঞতি প্রকাশ ২০২২ । Publication of scholarship notification at master's level 2022

মাস্টাস পযায়ে শিক্ষাবৃত্তির বিজ্ঞতি প্রকাশ ২০২২ (Publication of scholarship notification at master's level 2022)

মাস্টাস পযায়ে শিক্ষাবৃত্তির বিজ্ঞতি প্রকাশ ২০২২



Bangladesh গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (বীমা শাখা)

বিজ্ঞপ্তি বিষয় : ২০২২-২৩ শিক্ষাবর্ষে Masters in Actuarial Science এবং Masters in Actuarial Management বিষয়ে ২ বছর মেয়াদী বৃত্তির জন্য আবেদন আহবান।

দেশে প্রয়োজনীয় সংখ্যক একচুয়ারি সৃষ্টির লক্ষ্যে ২০২২-২৩ শিক্ষাবর্ষে Actuarial Science এবং Actuarial Management বিষয়ে মাস্টার্স প্রোগ্রামের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে ও নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে:


১. ১ম বছর Masters in Actuarial Science ডিগ্রির জন্য যুক্তরাজ্যের City, University of London 47 Bayes Business School (Formerly Cass Business School) CR/CP Unconditional Offer Letter থাকতে হবে। শর্তযুক্ত Offer Letter সংবলিত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে;

২. Bayes Business School এর সকল শর্তাদি পূরণপূর্বক Masters in Actuarial Science সম্পন্ন করার পর পরবর্তী ১ বছর মেয়াদে Masters in Actuarial Management প্রোগ্রামে ভর্তির যোগ্যতা অর্জন করতে হবে;

৩. বয়সসীমা: ৩০-০৬-২০২২ তারিখে সর্বোচ্চ ৪০ বছর;

৪. বিদেশে সম্পন্ন স্নাতক/মাস্টার্স ডিগ্রির ক্ষেত্রে আবশ্যিকভাবে ইউজিসি কর্তৃক ডিগ্রি সমতায়নের প্রত্যয়নপত্র জমা দিতে হবে;

৫. সরকারি কর্মকর্তার ক্ষেত্রে আবেদনকারীর চাকুরী স্থায়ী হতে হবে এবং চাকরিতে প্রবেশের পর বিদেশে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করে থাকলে এই প্রোগ্রামের জন্য বিবেচিত হবেন না;

৬. ইতোপূর্বে সরকারি/বেসরকারি/আন্তর্জাতিক কোন সংস্থা কর্তৃক পূর্ণাঙ্গ স্নাতক/স্নাতকোত্তর বৃত্তি/ফেলােশিপপ্রাপ্ত প্রার্থীগণ এ স্কলারশিপের জন্য বিবেচিত হবেন না;

৭. সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত সংস্থা, বিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত সরকারি প্রতিষ্ঠান, সরকারিবেসরকারি বীমা কোম্পানি (লাইফ/নন-লাইফ)-তে চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। তবে প্রার্থীগণ আবেদনের অগ্রিম কপি নির্ধারিত তারিখের মধ্যে জমা দিতে পারবেন;

৮. বৃত্তিপ্রাপ্ত ব্যক্তি অধ্যয়ন শেষে দেশে ফিরে কমপক্ষে ১০ বছর দেশের বীমা খাতের সাথে যুক্ত থাকতে হবে;

৯. আগ্রহী প্রার্থীগণ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ওয়েবসাইট (www.fid.gov.bd ও www.idra.org.bd) থেকে আবেদনপত্রের ফরম ডাউনলােড করতে পারবেন;

১০. সম্প্রতি তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদ, পরীক্ষার মার্কশিট/গ্রেড পয়েন্টের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট এর সত্যায়িত কপি, TOEFL/IELTS পরীক্ষার ফলাফল এর সত্যায়িত কপিসহ নিম্নস্বাক্ষরকারী বরাবরে ডাকযোগ অথবা সরাসরি পৌছাতে হবে;

১১. আবেদনের সময়সীমা আগামী ৩০ জুন, ২০২২ তারিখ, বৃহস্পতিবার, বিকাল ০৫:০০ টা এবং ১১।


মাস্টাস পযায়ে শিক্ষাবৃত্তির বিজ্ঞতি প্রকাশ ২০২২ 

মাস্টাস পযায়ে শিক্ষাবৃত্তির বিজ্ঞতি প্রকাশ ২০২২


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.